বিনোদন

সবুজ পাঞ্জাবি, খালি পায়ে পাড়ার মন্দিরে কালী পুজো দিলেন অরিজিৎ! মুহূর্তেই ভাইরাল ভিডিও

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপন ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। এবারেও ধরা পড়ল তেমনই এক ছবি। এবার কালীপুজোয় নিজের এলাকা জিয়াগঞ্জেই কাটালেন গায়ক।

অরিজিৎ সিং এর যে কোন ছোটখাটো মুহূর্ত ভাইরাল হয় খুব দ্রুতই। তার সাদামাটা জীবন যাপন দেখে অবাক হন তার অনুরাগীরাও। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাড়ায় পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়েছেন গায়ক। তার পরনে সবুজ পাঞ্জাবি, হাতে মিষ্টির প্যাকেট, খালি পায়ে দাঁড়িয়ে আর পাঁচজনের সঙ্গে পুজো দিচ্ছেন তিনি। এদিকে পাড়ার মন্ডপে প্রিয় গায়ককে দেখেই ভিডিও তোলার হিড়িক লেগে গেল। আর মুহূর্তেই ভাইরাল হলো সেই ভিডিও।

তবে তার এই ধরনের সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ানো নতুন কিছু নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সাদামাটা সবুজ প্যান্ট, সাদা জামা এবং হাতে একটি থলে নিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হেঁটে যাচ্ছেন অরিজিৎ সিং। সবথেকে উল্লেখ্যযোগ্য হেঁটে যাওয়ার সময় প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করছেন গায়ক। খোঁজ নিচ্ছেন তাঁদের।

ভিডিওয় দেখা যায়, সামনে ধারে কাছে যারা ছিলেন, সকলকে জিজ্ঞেস করলেন “ভাল আছো? সব ঠিকঠাক?” আর সেই মানুষগুলোও যেন অরিজিৎ এর বেশ আপন। সোনা বাবা করে ডেকে বললেন, “তুমি কেমন আছে? ছেলে পিলেরা?” স্কুটির চাবি খুলতে খুলতে তিনি বললেন, “এই তো সব চলছে”। অরিজিৎ কে দেখে যেন অবাক সোশ্যাল মিডিয়া।

Back to top button