চোখ পাকিয়ে শাসন, অবাধ্য শ্রোতাকে মারার ইঙ্গিত! হঠাৎ কেন মেজাজ হারালেন অরিজিৎ?

Avatar

Published on:

চোখ পাকিয়ে শাসন, অবাধ্য শ্রোতাকে মারার ইঙ্গিত! হঠাৎ কেন মেজাজ হারালেন অরিজিৎ?

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা।

বিদেশের একাধিক জায়গায় শুরু হয়ে হয়েছে অরিজিতের শো। ইংল্যান্ডের বার্মিংহামে শো করছিলেন তিনি। দেখা গেল, বেদরদেয়া গান গাইতে ব্যস্ত। সকলেই সেই গান শুনে মুগ্ধ। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা কোনও ব্যক্তি এমন কোনও কাজ করছিলেন যা অরিজিতের সঠিক বলে মনে হয়নি। তাই তিনি প্রথমে ঘাড় ঘুরিয়ে না বলেন, তারপর চোখ রাঙান, তাতেও কাজ না হলে, গিটার থেকে হাত সরিয়ে হাসির ছলে তাঁকে মারার কথাও বলে বসেন।

   
 ⁠

ব্রিটেনে শো করার সময়ও এক মহিলা অনুরাগী প্রিয় গায়ককে ছুঁয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেন। এদিকে মঞ্চের একেবারে কাছে চলে যেতেই এক মহিলাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। কিন্তু, তিনিও নাছোড়বান্দা। অরিজিতকে এক বার ছুঁয়ে তিনি দেখবেনই।

  
 ⁠

এরপরেই ঘটে অনভিপ্রেত ঘটনা। নিরাপত্তাকর্মী ওই মহিলার ঘাড় ধরে ধাক্কা দেন বলে অভিযোগ। মঞ্চ থেকে গোটা বিষয়টি দেখতে পান অরিজিৎ। পরে এই ভিডিও পোস্ট করেন ওই অনুরাগী। সেখানেই অরিজিৎ লেখেন, “এমন ঘাড় ধরাটা একেবারে উচিত নয়। আপনার সঙ্গে যা ঘটল, তার জন্য আমি দুঃখিত, মার্জনা করবেন। আমি ওখানে যেতে পারছি না, চোখে পড়লে হতে দিতাম না”।

বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। এবার শো করতে গিয়েও এমন ঘটনায় আপ্লুত সকলেই।