গসিপ

সালমানের বাড়িতে হাজির অরিজিৎ! তবে কি ৯ বছরের তিক্ততায় ইতি পড়ল? জোর জল্পনা ভক্ত মহলে

তবে কি মিটতে চলেছে দূরত্ব, ঘুচে যাবে নয় বছরের তিক্ততা? আপাতত এই জল্পনাই এখন ঘুরপাক খাচ্ছে বিটাউনে। কথা হচ্ছে অরিজিৎ সিং এবং সালমান খানকে নিয়ে। আর এই আলোচনার কারণ হল বুধবার সালমান খানের বাড়িতে অরিজিৎ সিংয়ের পদার্পণ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোচনা শুরু হয়েছে।

অরিজিৎ সিং একবার বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে।জানা যায়, একবার সালমান খানের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং।এমন কি তার পরিনামও হয়েছিল খুব খারাপ।

আরও পড়ুন: যেন কন্যা সন্তানের জন্ম..….!অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সন্তানের জন্ম নিয়ে একী জানালেন শুভশ্রী

একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুম হি হো গানের জন্য পুরস্কার নিতে উঠেছিলেন অরিজিৎ সিং। সেই সময় মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সালমান খান। সলমন রসিকতা করে বলেন, “ঘুমিয়ে পড়েছিলে নাকি?” তার জবাবে অরিজিৎ বলেন, “কী করব, আপনিই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”এর পরই সলমনের বেশ কয়েকটি ছবি থেকে অরিজিতের গান বাদ পড়ে।

এদিকে সালমানের একের পর এক ছবি থেকে তার গান বাদ যাওয়ায় খানিকটা মুষড়ে পড়েছিলেন তিনি। শেষমেশ সমাজমাধ্যমে পোস্ট করে সলমনের কাছে ক্ষমা চান তিনি। অনুরোধ করেন, যাতে তাঁর গান ‘সুলতান’ থেকে বাদ না পড়ে। অরিজিৎ জানান, নিজের ব্যবহারের জন্য তিনি অনুতপ্ত। যদিও এই পোষ্টের পর তীব্র আপত্তি জানিয়েছিল তার অনুরাগীরা। পরে অবশ্য সেই পোস্ট মুছে দিয়েছিলেন অরিজিৎ।

আরও পড়ুন: বলিউডে কাজ পেতে এই জঘন্য কাজ করতে হবে, খুলতে হবে পোশাক! ঠিক কি অভিযোগ করলেন অভিনেত্রী পায়েল

কিন্তু এরপরের এই ছবি একেবারে উলটপুরান। গাড়ি নিয়ে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎ সিংকে ঢুকতে দেখা গিয়েছে। তবে কি আপকামিং ছবি ‘টাইগার ৩’- ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং৷ সেই কারণেই কি এত বছর পর রাতের বেলা ভাইজানের বাড়ি এলেন অরিজিৎ সিং৷ যদিও কারণ নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে এই সব কিছুর মধ্যেই দুজনকে একসঙ্গে দেখতে মরিয়া তাঁদের অনুরাগীরা।

Back to top button