অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। সম্প্রতি দেখা যাচ্ছে পাগড়ি পড়ে সব অনুষ্ঠানে গান গাইছেন তিনি। আবার মুখে রয়েছে একগাল দাড়ি। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।
এক সময় যে ছেলেটা এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে গান গাইতে উঠত, এখন সব অনুষ্ঠানেই দেখা যায় তাঁর মাথা ঢাকা পাগড়িতে। বিগত দুই বছর ধরে প্রতিটি শোতেই তিনি পাগড়ি পড়ে গান গাইতে উঠছেন। এর পেছনে রয়েছে কিন্তু এক বিশেষ কারণ।
অরিজিৎ বলেন, বলিউডে থাকাকালিন তিনি দাড়ি কামান না। সেখানে নাকি সেলুনের অনেক খরচ। তাই সেই কারণেই ওখানে গিয়ে দাড়ি কামান না তিনি। যদিও পুরো বিষয়টি মজার ছলেই বলেন তিনি।
২০২১ সালে করোনায় আক্রান্ত হন তাঁর মা। করোনা থেকে সেরে উঠলেও সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয় গায়কের মায়ের। এরপর একটি অনলাইন কনসার্টে অংশ নেন তিনি। সেখানেই প্রথম তাকে পাগড়ি পড়তে দেখা যায়। তারপর থেকে প্রত্যেকটি অনুষ্ঠানেই পাগড়ি বাঁধছেন তিনি।
এর মূল কারণ হল, অরিজিতের বাবা পাঞ্জাবি। মা চলে যাওয়ার পর থেকে অরিজিৎ আরও বেশি বাবার সঙ্গে থাকার চেষ্টা করেন। বেশিরভাগ জিয়াগঞ্জেই থাকেন গায়ক। নিজের শিকড়ের প্রতি সম্মান জানাতে বাবা কক্কর সিংয়ের মতোই তাঁরও সর্বক্ষণের সঙ্গী এই পাগড়ি।