সিনেমা

বাংলার ছেলের মুকুটে ফের নয়া পালক! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অরিজিৎ, সৌজন্যে ‘চালেয়া’

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এবারেও নিজের রেকর্ড নিজেই ভাঙলেন গায়ক।

শাহরুখ, অরিজিৎ সিং, আর রোমান্টিক গান। এই তিনের মিশেলে তৈরি হল নতুন রেকর্ড। বর্তমানে গান শোনার জন্য জনপ্রিয় প্লাটফর্ম স্পটিফাই। কম বেশি সকলে স্পটিফাইতে গান শুনছেন। সেখানেই দেখা গেল গত সপ্তাহেই ‘স্পটিফাই ইন্ডিয়া’-তে ‘মোস্ট স্ট্রিম’ গানের খেতাব ছিনিয়ে এনেছিল চলেয়া গানটি। ১১ সেপ্টেম্বর গানটি ২ মিলিয়ন টাইম চলেছে এই প্ল্যাটফর্মে।

মিউজিট চার্টেও নতুন নতুন রেকর্ড গড়ছে এই গানটি। জনপ্রিয় হয়েছে। জিন্দা বান্দা গানটি শোনা হয়েছে ৭১ মিলিয়ন বার। কিন্তু ইউটিউবে ৭৫ মিলিয়ন বার শোনা হয়েছে ‘চালেয়া’ গানটি। ‘জিন্দা বান্দা’-র থেকেও অনেক বেশি চলেয়া গানটি জনপ্রিয় হয়েছে। তবে উপরের দিকে রয়েছে, রামাইয়া ভস্তাভাইয়া। এই গানটি শোনা হয়েছে ৪৬ মিলিয়ন বার।

প্রসঙ্গত, কিছুদিন আগেও নতুন করে স্পটিফাইতে রেকর্ড গড়েছিলেন গায়ক। অনুরাগীদের সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিলেন অরিজিৎ সিং৷ তাঁর অনুরাগীর সংখ্যা সংখ্যা ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগীর সংখ্যা দেখাচ্ছে ৭ কোটি ৯০ লক্ষের কাছাকাছি।এই তালিকায় ১১ কোটি ৩০ লক্ষের বেশি অনুরাগী নিয়ে প্রথম স্থানে আছেন ব্রিটিশ পপ তারকা এড শিরন। দ্বিতীয় স্থান দখল করেছে পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে। তাঁর অনুরাগীর সংখ্যা ৯ কোটি ১০ লক্ষ মত। আর এরপরেই রয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং।

Back to top button