ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন অরিজিৎ সিং! ভাইরাল গায়কের ‘সেই দিনের’ ভিডিও

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু প্রথমে বিষয়টি এত সহজ ছিল না। ফেম গুরুকুল গানের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। সম্প্রতি এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হাউ হাউ করে কাঁদছেন তিনি।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ এ অংশ নেন অরিজিৎ সিং। এই শোয়ে ‘প্রধান শিক্ষিকা’-র ভূমিকায় দেখা গিয়েছিল গায়িকা ইলা অরুণকে। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে , শিক্ষিকার সঙ্গে কথা বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি। এমনকি সেখান থেকে বেরিয়েও কাঁদতে থাকেন।
এদিকে আরও দেখা যায়, শিক্ষিকার পা ছুঁয়ে প্রণাম করার কথা জানান তিনি। কিন্তু তখন ইলা অরুণ তাঁকে বলেন, মানুষ তাঁর পা ছুঁতে চান যাঁকে তিনি সম্মান করেন। এরপরেই অরিজিৎ জানান, তিনি তাঁকে মায়ের আসনে বসিয়েছেন।
ইলা অরুণ বলেন, “তুমি যত ভালো গায়কই হও না কেন ভালো মানুষ না হলে তুমি নীচে পড়ে যাবে।” অরিজিতের প্রসঙ্গে ইলা অরুণ জানিয়েছিলেন, “নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি অরিজিৎকে। আগে কত ছোট এবং ভালো ছিল। এখন কত বড় হয়ে গিয়েছে। আমি ওর জন্য অত্যন্ত গর্বিত”।