বিনোদন

এই বিষয়ে সৌরভ গাঙ্গুলিকেও টপকে গেলেন অরিজিৎ সিং! কী করলেন বাংলার গর্ব অরিজিৎ?

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু এখনো মাটিতেই পা রয়েছে তার। এদিকে জানা গিয়েছে, একটা বিষয়ে তিনি টপকে গিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিকেও। আর এই বিষয়টি জানলে অবাক হবেন আপনিও।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের সর্বোচ্চ করদাতাদের তালিকায় একেবারে উপরের তালিকায় রয়েছেন অরিজিৎ সিং। এই তালিকায় চার নম্বরে নাম রয়েছে তাঁর। জানা গিয়েছে, ১৮ কোটি টাকা আয়কর দিয়েছেন অরিজিৎ সিং৷ যা গত অর্থবর্ষের তুলনায় প্রায় তিন গুণ৷ অপরদিকে সৌরভ গাঙ্গুলি দিয়েছেন, সাড়ে ১১ কোটি টাকা।

এই তালিকায় প্রথমে নাম রয়েছে, নন্দিনী মোদীর। তিনি দিয়েছেন প্রায় ৭০ কোটি টাকা। ৫৯ কোটি টাকা ট্যাক্স দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমাপমঙ্গলম। তিন নম্বরে রয়েছে শিল্পপতি বরুণ রাঠি, যিনি ৪৮ কোটি টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন চলতি অর্থবছরে।

প্রসঙ্গত, এখন বিয়ে বাড়ি বা কোনও ফ্যামিলি অকেশনে নামী অরিজিৎ সিংয়ের পারিশ্রমিকও নেহাত কম নয়। সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার।জানা গিয়েছে, এই ধরনের বিয়ে বাড়ি বা রিসেপশনের ক্ষেত্রে গায়ক পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং৷ বলিউডের অন্যান্য গায়কের তুলনায় পারিশ্রমিকও অনেকটা বেশি। জানা গিয়েছে, প্রত্যেক শো এ গান পিছু ১৫ থেকে ২৫ লাখ টাকা নেন অরিজিৎ সিং।

Back to top button