বিনোদন

মঞ্চে গান গাইছেন অরিজিৎ, হঠাৎ পা ছুঁয়ে প্রণাম রণবীরের, কী ভাবে পাল্টা ভালোবাসায় ভরালেন গায়ক?

চণ্ডীগড়ে মঞ্চে তখন অরিজিৎ ঝড়। গায়কের সুরের মূর্ছনায় মাতাল শ্রোতা মহল। হঠাৎই সেই সময় মঞ্চে উঠলেন রণবীর কাপুর। যোগ দিলেন অরিজিতের সঙ্গে। আসলে তাঁর আগামী ছবি অ্যানিমালের প্রমোশনে এসেছিলেন তিনি। কিন্তু তারপর যা হল তাতে কার্যত অবাক অনুরাগী মহল।

একের পর এক হিট গান গেয়ে যাচ্ছেন অরিজিৎ সিং। আর তার সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছেন রণবীর। অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’-যখন গাইছেন অরিজিৎ তখন রণবীরকে সেই গানের সঙ্গে নাচতে দেখা গেল। অভিনেতার আড়ম্বরপূর্ণ চেহারা মঞ্চে অরিজিতের সঙ্গে একসঙ্গে হেঁটেছেন।

এরপরেই সেই দৃশ্য। পারফর্মেন্স চলাকালীনই একে অপরকে অভিবাদন জানান মাথা নিচু করে। তারা হাঁটু গেড়ে এবং মাথা নত করে পরস্পরকে সম্মান জানান। এরপরেই একদম নতজনু হয়ে অরিজিৎকে প্রণাম করেন রণবীর। আর এই দেখেই মুগ্ধ দর্শক মহল।

এই গোটা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, “সবসময় এটা দেখতে ভালোবাসি। শাহরুখ-অরিজিৎ কম্বোর পর সিনেমার গানে সেরা জুটি।’ অন্য একজন লিখেছেন, ‘দুই সেরা মানুষ একে অপরের দিকে মাথা নত করে, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন।’

Back to top button