বাধ্য হয়ে ফেরালেন ভক্তের আবদার! অরিজিতের সিদ্ধান্তকে কুর্নিশ দর্শকদের

Published on:

বাধ্য হয়ে ফেরালেন ভক্তের আবদার! অরিজিতের সিদ্ধান্তকে কুর্নিশ দর্শকদের

বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। কিন্তু এবার এক অনুরাগীর আবদার মেটাতে অস্বীকার করলেন তিনি। আর তাঁর এই ভক্তের আবদার ফিরিয়ে দেওয়ার বিষয়টিকেই কুর্নিশ জানিয়েছেন বাকিরা।

মঞ্চে তখন অরিজিৎ সিং গান গাইছেন। সেই সময় এক ভক্ত তাঁর থেকে সই চান। এই ঘটনা হামেশাই ঘটে থাকে। এতে কোনও সমস্যা নেই। তবে ওই ভক্ত সই করার জন্য টাকা বাড়িয়ে দেন। বলেন ওই টাকার মধ্যে সই করে দিতে। আর এতেই আপত্তি জানান গায়ক। তিনি বলেন, টাকা অচল করে দিতে পারবেন না। তাঁর এই সুন্দর ভাবনাকেই কুর্নিশ জানিয়েছেন সকলে। শুধুমাত্র ভাল গায়কই নন, তিনি একজন দায়িত্ববান নাগরিকও সে পরিচয় পেয়েও উচ্ছ্বসিত তাঁরা।

   
 ⁠

কিছুদিন আগেও এক ভক্তের কর্ম কাণ্ডে বেজায় চটেছিলেন অরিজিৎ। রীতিমত ওই ভক্তকে শাসন করেছিলেন তিনি।সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, হঠাৎ গাড়ি থেকে নেমে এক ব্যক্তি কে খুব ধমক দিচ্ছেন অরিজিৎ। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখানে ভিড় জমে যায়। লাইন লেগে যায় গাড়ির। সকলেই পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করেন।

  
 ⁠

আসল বিষয়টি হল, অরিজিতের গাড়ির পিছু নিয়ে বার বার বাইকের হর্ন বাজিয়ে ছিলেন অনুরাগী। আর এই ঘটনাতেই রেগে যান অরিজিৎ। সোজা গাড়ি থামিয়ে যুবককে বলেন, “আমার ছবি তোলার জন্য তো এত কিছু! নাও ছবি তোলো। কিন্তু এতবার হর্ন বাজিও না”। অরিজিতের এই কাণ্ডে সাধুবাদ জানিয়েছে নেটদুনিয়া।