বিলাসিতার বালাই নেই! অরিজিতের সাদামাটা জীবন যাপনের পেছনে রহস্য কী? যা জানালেন গায়ক….

Published on:

কিছুই জানলাম না শুধু হইহই করে গেয়ে গেলাম! হঠাৎ কেন এই উপলব্ধি অরিজিতের?

দুজনেই বরাবর প্রচারের আড়ালে থাকতে ভালোবাসেন। দুজনেই জীবন যাপন করেন অত্যন্ত সাদামাটা ভাবে। কথা হচ্ছে অরিজিৎ সিং এবং তাঁর স্ত্রীর কোয়েলের। কিন্তু কেন এত সাদামাটা জীবন যাপন করেন তিনি?

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু এখনো মাটিতেই পা রয়েছে তার। তাঁর সারল্য দেখে অবাক হয় বিভিন্ন মহল।

   
 ⁠

কিন্তু এত সাধারণ জীবন যাপনের কারণ কী? এই প্রশ্নের উত্তরে অরিজিৎ জানিয়েছিলেন, “এতো ইউনিক প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি। এভাবেই ভাল আছি”। এদিকে বাড়ির কাছেই সমস্ত কিছু হওয়ায় হেঁটে যাতায়াত করতেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি।

  
 ⁠

কিছুদিন আগেই দেখা গিয়েছিল, সস্ত্রীক বিয়েবাড়িতে গিয়েছিলেন অরিজিৎ সিং। গায়কের পরনে ছিল একটি ক্রিম রঙের হুডি। মাথায় কালো ফেট্টি। আর কোয়েলের নীল শাড়ি সঙ্গে গোলাপি ব্লাউজ। কপালে টিপ, আর সিঁথি ভরা সিঁদুরে যেন আরও খুলে গিয়েছে রূপ। বর আর কনের সঙ্গে তুলেছেন সেলফি। তার জীবন যাপনের ধরন দেখলেই বোঝা যায় তা অত্যন্ত সাধারণ। কোনরকম আরম্বরতা বা বিলাসিতা নেই এই জীবন যাপনের মধ্যে।