ভক্তের হাতে মায়ের ছবি! স্টেজে গাইতে গাইতেই চোখের জলে ভাসলেন অরিজিৎ

Published on:

ভক্তের হাতে মায়ের ছবি! স্টেজে গাইতে গাইতেই চোখের জলে ভাসলেন অরিজিৎ

অরিজিৎ সিং মানেই অতি সাধারণ ছাপোষা একজন মানুষ। খ্যাতির শীর্ষে থেকেও সব সময়ই আর পাঁচটা মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন তিনি। আর এতেই আরো কাছে চলে যান তার অনুরাগীদের। ঠিক তেমনভাবেই তার অনুরাগীরাও তাকে ভালোবাসায় ভরিয়ে দেন প্রতিমুহূর্তে। এবার গায়কের এক কনসার্টে তেমনই এক দৃশ্য দেখা গেল। মাতৃ দিবসে ভাইরাল হল সেই ভিডিও।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক ভক্ত অরিজিৎ সিং এর মায়ের ছবি নিয়ে এসে তা দুহাতে করে ওপরে তুলে ধরেছেন। ব্যস্ত গায়কের চোখ যখন সেই ছবিতে গিয়ে পড়ল তখন তিনিও আবেগ ঘন হয়ে পড়লেন।

   
 ⁠

অরিজিৎকে বলতে শোনা গেল, ‘ওটাকে আর ধরে থাকিস না রে। ওটা আমার বুক ভেঙে দেবে। ওটাকে ধরে থাকিস না, তোর হাতও ভেঙে দেবে। দুটোকেই বাঁচা রে। থ্যাঙ্ক ইউ সো মাচ ছবিটার জন্য়। কিন্তু এতক্ষণ ধরে থেকো না বাবা।’

  
 ⁠

প্রসঙ্গত, ২০২১ সালেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অরিজিৎ সিং এর মা অদিতি সিং। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল শহরের এক বেসরকারি হাসপাতালে। অরিজিতের মায়ের জন্য রক্তও চাওয়া হয়েছিল ফেসবুকে সেই সময়। সাহায্য করেছিলেন অনেকে। তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন গায়ক।