সিরিয়াল

টিআরপিতে ধস নামতেই নড়ে চড়ে বসল অনুরাগের ছোঁয়া! বড় চমক দিয়ে এন্ট্রি হচ্ছে এই অভিনেতার

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় এক নম্বরে থাকার পর হঠাৎই ছন্দপতন ঘটেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। গত সপ্তাহে দ্বিতীয় স্থান এ নেমে এলেও এই সপ্তাহের অনুরাগের ছোঁয়া রেটিং কমেছে বেশ খানিকটা। আর এরপরেই চিন্তিত হয়ে পড়েছে কলাকুশলীরা। তাই টিআরপি যাতে ফের পুরনো জায়গা ফিরে পায় সেই জন্য ধারাবাহিকে বড় টুইস্ট আনছেন লেখিকা।

গল্পে এবার দেখা যাবে দীপার বন্ধু হয়ে প্লটে এন্ট্রি নিচ্ছেন এক বিখ্যাত। জনপ্রিয় এই অভিনেতা অর্জুন চক্রবর্তী। দর্শকরা বারংবার জানিয়েছেন তাঁরা মিশকার শয়তানি দেখে ক্লান্ত। অনেকেই অভিযোগ করে বলেছেন যে এত শয়তানি দেখে তাঁরা এক ধারাবাহিক দেখাই ছেড়ে দিয়েছেন। তাই মিশাকে জব্দ করতে অর্জুনের এন্ট্রি হচ্ছে কিনা তা অবশ্য সময় বলবে।

এদিকে এখন যেন প্রকারে সূর্যকে বিয়ে করতে চায় মিশকা। যেহেতু সূর্যর স্পাম চুরি করে মিশকা গর্ভবতী তাই এই মুহূর্তে তাকে বিয়ে করতে বাধ্য সূর্য। একই সঙ্গে লাবণ্য সেনগুপ্ত সূর্য এবং দীপার ডিভোর্স পেপার তৈরি করে এনেছে। দীপাকে তাতে সই করতে বলছে। দীপা যখন সূর্যকে জিজ্ঞেস করে সে কী চায়, সূর্যও তাতে জানিয়ে দেয় এখন খালি এই পথ বাকি আছে।

আর ঠিক সেই মুহূর্তেই প্রমোতে দেখা যাচ্ছে এন্ট্রি হচ্ছে অর্জুনের। তার কথা শুনে বোঝা যাচ্ছে দীপা এবং অর্জুন পূর্ব পরিচিত। দীপার প্রাক্তন বন্ধু না প্রাক্তন প্রেমিক সেটা অবশ্য গল্প এগোলে বোঝা যাবে। তবে এখানে তাঁকে একটি উকুলেলে বাজিয়ে বলতে শোনা যায়, ‘আমাদের দীপা কোথায়? ও আসবে তো এই রিইউনিয়নে? নইলে ডুয়েট কমপ্লিট হবে কী করে?’

 

Back to top button