পিতৃশোকে কাতর মালাইকা, এদিকে হাসি মুখে মিষ্টি বিলি অর্জুনের! ব্যাপারটা কী ?

Avatar

Published on:

পিতৃশোকে কাতর মালাইকা, এদিকে হাসি মুখে মিষ্টি বিলি অর্জুনের! ব্যাপারটা কী ?

গত তেরো দিন ধরে গভীর শোকে ডুবে আছেন মালাইকা অরোরা এবং তার পরিবার। ১১ সেপ্টেম্বর, মালাইকার বাবা অনিল মেহতা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরমধ্যেই হাসিমুখে মিষ্টি বিতরণ করতে দেখা গেলো অর্জুন কাপুরকে। এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

গত ১১ সেপ্টেম্বর, মালাইকার বাবা অনিল মেহতা বান্দ্রার বাসভবনের ছাদ থেকে ঝাঁপ দেন এবং তার মৃত্যু হয়। ঘটনাটি গোটা পরিবারকে গভীর শোকে ডুবিয়ে দিয়েছে। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান সবচেয়ে আগে মালাইকার বাড়িতে পৌঁছান এবং খান পরিবারের সদস্যরাও পরবর্তীতে সেখানে আসেন। তাদের মধ্যে ছিলেন সালমান খান, সেলিম খান, হেলেন, সোহেল খান এবং অন্যান্যরা, যারা শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

   
 ⁠

কিন্তু এই পরিস্থিতিতে অর্জুনের মিষ্টি বিতরণ করার ভিডিও ভাবাচ্ছে সকলকে। তবে আসল বিষয়টি অন্য। আসলে অর্জুন নতুন একটা স্কুটি কিনেছেন। সেই খুশিতেই মিষ্টি বিলি করছেন পাপারাজ্জিদের। কিন্তু তা হলেও নেটপাড়ার সমালোচনার মুখে পড়েছেন অর্জুন কাপুর।

  
 ⁠

তবে অর্জুন কাপুরও প্রার্থনা সভায় এসেছিলেন। সাদা শার্ট এবং ডেনিম পরে তিনি অনুষ্ঠানে হাজির হন এবং পরিবারের পাশে থেকে সমবেদনা জানান। উপস্থিত ছিলেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও, যিনি তার উপস্থিতির মাধ্যমে মালাইকার প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।