যাই হয়ে যাক, ঠিক থাকতেই হবে! মালাইকাকে ছেড়ে কি ভেঙে পড়ছেন অর্জুন?

Published on:

অন্য পুরুষের সঙ্গে মালাইকা! ফের কি অবসাদে ডুবছেন অর্জুন?

ছয় বছরের প্রেমে ইতি টেনেছেন মাইলাইকা-অর্জুন। বি টাউন জুড়ে এখন তাঁদের বিচ্ছেদের চর্চা। এরমধ্যেই তাঁদের একের পর এক পোস্ট আরও উস্কে দিচ্ছে বিতর্ককে। অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে মালাইকার গরহাজিরাই যেন তাঁদের বিচ্ছেদের খবরে আরও বেশি করে সিলমোহর বসিয়েছে। এদিকে ফের একবার অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট যেন সেদিকেই ইঙ্গিত করছে।

মালাইকার ইঙ্গিতপূর্ণ পোস্টের পর অর্জুনের সোশ্যাল মিডিয়ার নতুন পোস্ট জন্ম দিচ্ছে একাধিক প্রশ্নের। কৌতূহলী করে তুলছে তাঁদের ভক্তমহলকে। নানান রকম কমেন্টে ভরছে মন্তব্য বক্স।

   
 ⁠

অর্জুন তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, “সবাই ইতিবাচক থাকতে বলেন। কিন্তু ইতিবাচক থাকা মানে এটা নয় যে, সবকিছু ঠিক আছে। বরং এটা বলা ভাল, যাই হয়ে থাক, ঠিক থাকতেই হবে”। এই পোস্ট দেখেই ধারণা সম্পর্কের কিছুই হয়ত আর বাকি নেই।

  
 ⁠

কিছুদিন আগে অর্জুন এক পোষ্টে লিখেছিলেন, “কারও চেলাগিরি করে অনুশোচনার থেকে যন্ত্রণা ভালো”। তাহলে কি অর্জুনকে হাতের পুতুল বানিয়ে রেখেছিল বয়সে বড় মালাইকা? তাই কি বিচ্ছেদ? প্রশ্ন উঠেছিল তেমনটাই। এবার অর্জুন লিখলেন, “পরে আফসোস করার চেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা ভাল”। তাহলে কি মালাইকার সঙ্গে ভালো ছিলেননা অর্জুন? এমন হাজারো প্রশ্ন উঠছে।

উভয় তরফের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, “মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। একে অপরের হৃদয়ে ওঁরা বিশেষ জায়গা নিয়েই থাকবেন। ওঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই বিষয়ে কোনও কথা বলবেন না বলে ঠিক করেছেন”। তবে তাঁরা তাঁদের সম্পর্কে কোনও তিক্ততা আনতে চাননা বলেও জানান।