অনেক শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করেছি! অবশেষে ধৈর্য হারিয়ে কী বললেন অর্জুন?

Published on:

অর্জুনের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন সালমান! ভাইজানকে আজও কৃতজ্ঞতা জানান বনি কাপুর

টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। নিজেকে সিঙ্গেল বলেও দাবি করেছেন অর্জুন। এবার অভিনেতার আরও এক সাক্ষাৎকার দিয়ে জল্পনা বাড়ালেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত পাঁচ বছর অনেক ধৈর্য ধরেছি, শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করেছি। প্রকৃত ভালবাসা এবং প্রশংসা পাওয়ার জন্য আমি দীর্ঘ দিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমার মনে হয়, প্রথম ছবিতে আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছিলাম, সেটাই ফিরে পেতে চাই। এক দিন বা এক মুহূর্তে হয়তো কোনও সাক্ষাৎকারে বা এমনই যে কোনও মানুষ যদি আমাকে আমার চরিত্রের নাম ধরে ডাকেন, তা হলেই নিজের কাজের গুরুত্ব বোঝা যায়”।

   
 ⁠

তাঁর কথায়, “আমি বিশ্বাস করি, আমাকে ভালবাসার অনেক মানুষ রয়েছেন। যাঁরা আমার জন্য গলা ফাটান, আমার পাশে দাঁড়ান। আমি বলতে চাইছি তাঁদের কথা যাঁরা টিকিট কেটে ছবি দেখতে আসেন”।

  
 ⁠

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই বছরগুলো পেরিয়ে আসা খুবই কঠিন ছিল তাঁর কাছে। সেই স্মৃতি হাতরেই তিনি বলেন, “ভাল মানুষের ভালমানুষিই আমাদের সাহায্য করে। গত কয়েকটা বছর অবশ্য আমার কাছে খুবই কঠিন ছিল”।