সে আমার সাথেই আছে, সব সময় নজর রাখছে! অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট কার উদ্দেশ্যে?

Published on:

সে আমার সাথেই আছে, সব সময় নজর রাখছে! অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট কার উদ্দেশ্যে?

সম্প্রতি সিংঘম এগেইন ছবিতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। তার প্রচারেই ব্যস্ত অভিনেতা। এরমধ্যেই একটি ট্যাটু প্রকাশ্যে এল। যদিও এই ট্যাটুর পেছনে রয়েছে এক গল্প। এই ট্যাটু বিশেষ ভাবে উৎসর্গও করেছেন তিনি।

ইনস্টাগ্রামে যে ছবি অর্জুন কাপুর দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, তাঁর পিঠে লেখা “রব রাখা”, যার অর্থ ”ঈশ্বর আপনার সাথে থাকুক”। অর্জুন ক্যাপশনে লিখেছেন, ”ঈশ্বর আপনার সাথে থাকুন। আমার মা সবসময় এই কথা বলতেন – ভাল এবং খারাপ সময়ে। আজও মনে হচ্ছে সে আমার সাথেই আছে, আমাকে গাইড করছে, আমার ওপর নজর রাখছে।”

   
 ⁠

নিজের মা কে উৎসর্গ করেছেন তিনি এই ট্যাটু। অভিনেতা আরও লেখেন, “আমি ‘সিংহম এগেইন’ মুক্তির আগে এই ট্যাটুটি করেছি, এবং এখন, যখন আমি এই নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, আমি অনুভব করছি, যেন সে আমার পিঠ পেয়েছে, আমাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের একটি পরিকল্পনা আছে। ধন্যবাদ মা, আমাকে বিশ্বাস শেখানোর জন্য। ভগবানে বিশ্বাস রেখো সবসময়”।

  
 ⁠

অর্জুন ‘হাসিমটো’ রোগে আক্রান্ত। তার ৩০ বছর বয়সে এই রোগ তার শরীরে বাসা বাধতে শুরু করে। এর ফলে অকারণে ওজন বাড়তে থাকে। থাইরয়েজ গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। শুধু ওজন বৃদ্ধি পাওয়া নয়, একাকিত্ব ও অবসাদও তার অংশ। যার ফলে তাকে প্রায় মনোবিদের পরামর্শ নিতে হয়।

একাকিত্ব নিয়ে অর্জুন বলেছিলেন, “একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি”।