অর্জুন কাপুরকে নিয়ে সবসময়ই চর্চা হয়। বিশেষ করে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এবং বিচ্ছেদের পর আরো চর্চার কেন্দ্র বিন্দুতে এসেছেন তিনি। এর আগেও তাকে বারবার কোণঠাসা করা হয়েছিল। এক সময় কাজে না পেয়ে মানসিক অবসাদ ডুবে ছিলেন অভিনেতা। সম্প্রতি তিনি জানালেন কেন তাঁর সম্পর্ক টেকে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের জীবনের ওঠা পড়া, ব্যর্থতা সাফল্য সবকিছু নিয়ে মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, অভিনয় জগতে পা রাখার পর থেকেই তাকে অনেক নেতিবাচক মন্তব্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেকেই চেয়েছেন তাকে ব্যর্থ প্রমাণ করতে। সেই সময়টাকে অবসাদও ঘিরে ধরেছিল।
তিনি বলেন,”আমার মনে হয় আমার মধ্যে হারানোর ভয় রয়েছে। এটা কমিটমেন্ট ফোবিয়া নয়, পার্থক্য আছে। আমি সবসময় অনুভব করি যে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, আমার বাবা অন্যকে পছন্দ করেছেন… তাই হারানোর আশঙ্কা থেকেই যায়। একটা অনুভূতি আছে যে শেষ পর্যন্ত সবাই আমাকে ছেড়ে চলে যাবে। এটা নিয়ে কাজ করার চেষ্টা করছে একটি অবচেতন জিনিস। যার মূল্য আমাকে চোকাতে হয়”।
অভিমান থেকে অর্জুন বলেন, “অনেকেই ভাবতেন আমি কাজ করতে ভালোবাসি না। আমার উন্নতি করার কোনও ইচ্ছে নেই। আমার অভিনেতা হওয়ার যোগ্যতা নেই। এরপর শারীরিক ভাবেও আমায় অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অসুস্থতার কারণে। তখনও অনেকেই না জেনে নানা কথা বলেছেন। রিভিউকে, মতামতকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ব্যক্তিগত আক্রমণকে নয়”।