টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁরা কে কখন কী করছেন সেই নিয়েই আলোচনা সারাক্ষণ। এর মধ্যেই অর্জুন কাপুরকে জিজ্ঞেস করা হল তাঁর বিয়ে নিয়ে। জবাবে কী বললেন অভিনেতা?
মেরে হাসবেন্ড কী বিবির ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানেই তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, “যদি কিছু থেকে থাকে (প্রেম) আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব। আজ সিনেমা নিয়ে কথা বলতে এসেছি, সেটাকে উদযাপন করতে এসেছি। আমি ছবিটা নিয়ে কথা বলতে চাই”।
তাঁর কথায়, “আমার মনে হয় আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে, কথা বলতে সবাইকে অ্যালাও করেছি যখন আমার কমফোর্টেবল লেগেছে। যখন সঠিক সময় আসবে তখন সব বলেই করব”।
এদিকে অর্জুন ও মালাইকার বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। এর মধ্যেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন অর্জুন। কিন্তু এক অনুষ্ঠানে তাঁদের দেখা গেল একসঙ্গে। আর তাই নিয়েই ফের জল্পনা।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মালাইকা বলে ছিলেন, “আমি কখনওই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়”।