ওঁদের কাছে আমি ইজি টার্গেট ছিলাম! জীবনের ওঠা পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন অর্জুন কাপুর

Published on:

অর্জুনের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন সালমান! ভাইজানকে আজও কৃতজ্ঞতা জানান বনি কাপুর

অর্জুন কাপুরের অভিনয় নিয়ে সবসময়ই চর্চা হয়। বিশেষ করে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এবং বিচ্ছেদের পর আরো চর্চার কেন্দ্র বিন্দুতে এসেছেন তিনি। এর আগেও তাকে বারবার কোণঠাসা করা হয়েছিল। এক সময় কাজে না পেয়ে মানসিক অবসাদ ডুবে ছিলেন অভিনেতা। সম্প্রতি তিনি জানান তাকে নাকি বেশ কিছু জন ব্যর্থ দেখাতে চেয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের জীবনের ওঠা পড়া, ব্যর্থতা সাফল্য সবকিছু নিয়ে মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, অভিনয় জগতে পা রাখার পর থেকেই তাকে অনেক নেতিবাচক মন্তব্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেকেই চেয়েছেন তাকে ব্যর্থ প্রমাণ করতে। সেই সময়টাকে অবসাদও ঘিরে ধরেছিল।

   
 ⁠

সিংঘম এগেইনে অভিনয় করতে দেখা গিয়েছে অর্জুনকে। অভিনেতা জানান, “রোহিত স্যার আমায় যখন জানালো যে মানুষজন আমায় নিয়ে কথা বলছে, ছবিতে আমার দাপট নিয়ে আলোচনা করছে তখন খুব খুশি হয়েছিলাম। ওটা একটা গর্বের ব্যাপার ছিল কারণ বহুদিন ধরে অনেকেই চাইছিলেন যাতে আমি ব্যর্থ হই। আমি অনেকে বলতে তাঁদের কথা বললাম যাঁরা সবেতেই খুঁত ধরেন, ক্লিকবেট খোঁজেন বা ট্রোল করেন। ওঁদের কাছে আমি ইজি টার্গেট ছিলাম”।

  
 ⁠

অভিমান থেকে অর্জুন বলেন, “অনেকেই ভাবতেন আমি কাজ করতে ভালোবাসি না। আমার উন্নতি করার কোনও ইচ্ছে নেই। আমার অভিনেতা হওয়ার যোগ্যতা নেই। এরপর শারীরিক ভাবেও আমায় অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অসুস্থতার কারণে। তখনও অনেকেই না জেনে নানা কথা বলেছেন। রিভিউকে, মতামতকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ব্যক্তিগত আক্রমণকে নয়”।