অন্তরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা…. মালাইকার বিরহে কাতর অর্জুন

Published on:

বিচ্ছেদের দুঃখকে হাসির খোরাক করে ছাড়লেন! মালাইকার পোস্টে হইচই

টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

উভয় তরফের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, “মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। একে অপরের হৃদয়ে ওঁরা বিশেষ জায়গা নিয়েই থাকবেন। ওঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই বিষয়ে কোনও কথা বলবেন না বলে ঠিক করেছেন”। তবে তাঁরা তাঁদের সম্পর্কে কোনও তিক্ততা আনতে চাননা বলেও জানান।

   
 ⁠

এবার অর্জুনের এক পোষ্টে যেন আলোচনা আরও বাড়ল। সোশ্যাল মিডিয়ায় অর্জুন লিখেছেন, ‘আপনার চারপাশে যা ঘটছে সেটা যখন নিয়ন্ত্রত করার ক্ষমতা আপনার হাতে থাকবে না, তখন আপনার অন্তরের পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করুন’। পোস্ট দেখে ভক্তদের অনুমান, তিনি হয়তো মিস করছেন মালাইকাকে। তাই মন খারাপের জায়গা থেকেই এই পোস্ট করেছেন তিনি।

  
 ⁠

কিছুদিন আগেও অর্জুন কপুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে বলতে চেয়েছেন, ‘প্রতিটি মুহূর্তেরই একটা গুরুত্ব থাকে। কখনও সেই মুহূর্তগুলোকে ছুড়ে ফেলে দেবেন না। ওই পরিস্থিতিগুলো থেকেই ভবিষ্যৎ-এ শিক্ষা নেওয়া উচিত’।

এদিকে ওই ঘনিষ্ট বলেন, “ওঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। ওরা একে অপরের অবলম্বন হিসাবে থাকবে। প্রেম ভাঙলেও এখনও নিজেদের সম্পর্ককে সম্মান করেন অর্জুন-মালাইকা। নিজেদের সামলে নিতে সময় চান তাঁরা”।