টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। এর মধ্যেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন অর্জুন। এবার বিচ্ছেদের পর এক অনুষ্ঠানে তাঁদের দেখা গেল একসঙ্গে। কথাও বললেন দুজনে।
‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবির প্রচারে নাচের এক রিয়্যালিটি শোয়ে এসেছিলেন অর্জুন। সেই রিয়েলিটি শোতে বিচারকের আসনে আছেন মালাইকা। সেই অনুষ্ঠানেই ‘মুন্নি বদনাম’ ও ‘ছইয়াঁ ছইয়াঁ’-র সঙ্গে নাচেন মালাইকা। সেই ঝলকই ভাইরাল হয়েছে।
এই দেখেই অর্জুন বলেন, “আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গিয়েছে। তাই এখনও আমি চুপই থাকতে চাই। আমি আমার প্রিয় গানগুলো শুনতে পেয়েছি। বোঝাই যায়, কী সুন্দর গানগুলোয় ও অসাধারণ নেচেছে। মালাইকা তোমাকে অভিনন্দন।”
কিছুদিন আগেও একটা অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছিল একসাথে। কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে সেজেছিলেন মালাইকা। কালো রঙের প্যান্ট ও টিশার্ট পড়েছিলেন অর্জুন। দুজনকেই দেখা গেল এদিন অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরোতে। তবে তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দী করা যায়নি। একসঙ্গে প্রকাশ্যে কথাও বলতে দেখা যায় নি তাঁদের।