বিনোদন

টলিউডের এক নম্বর হিরোর স্ত্রী, ঋতুপর্ণ ঘোষের একাধিক ছবির জনপ্রিয় মুখ! দেখুন তো চেনেন কিনা এই জনপ্রিয় অভিনেত্রীকে

ছোটবেলা মানেই নস্টালজিয়া। কিন্তু বড় হয়ে গেলে সেই নস্টালজিয়ায় ফিরে যাওয়ার একমাত্র উপায় ছোট বেলার ছবি দেখে স্মৃতি রোমন্থন করা। এবারেও তাই করলেন এই তারকা। ছবি দেখে কিন্তু বোঝার উপায় নেই তাঁকে।

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজের এই ছবি আপলোড করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে এক খুদে ফ্রক পরে, বেধে হাসি মুখে পোজ দিয়েছেন। মাথায় দুটো ক্লিপ। গালে হাত দিয়ে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। বড় বেলার সঙ্গে মুখের খানিকটা মিল থাকলেও তেমন ভাবে চেনার উপায় নেই।

ইনি হলেন অর্পিতা চ্যাটার্জি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। যার মধ্যে রয়েছে অসুখ, সত্যান্বেষী। শেষ তাঁকে দেখা গিয়েছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ও অভিযাত্রিক।

২০০২ সালে বিয়ে হয় প্রসেনজিৎ আর অর্পিতার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। তাঁদের ছেলের নাম মিশুক ওরফে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সিনেমায় আসছে সেও।যদিও প্রসেনজিৎ-অর্পিতা পুত্রের প্রথম ভালোবাসা ফুটবল। একসময় ফুটবলার হওয়ার স্বপ্নও দেখতেন তিনি।

Back to top button