টলিউডে এখন বিয়ের মরশুম। ছোট পর্দার একের পর এক অভিনেতা অভিনেত্রীরা গাঁটছড়া বাঁধছেন। এর মধ্যে প্রকাশ্যে এলো আরিয়ান এর একটি ছবি। যা দেখে তার বিয়ের পিঁড়িতে যাওয়ার জল্পনা উসকে উঠেছে।
ভাইরাল হওয়া ওই ছবিতে গায়ে হলুদের বেশি দেখা যাচ্ছে আরিয়ানকে। তার পরনে রয়েছে ধুতি, গেঞ্জি গলায় গামছা এবং হাতে কুনকে। তাহলে কি চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা? কাউকে কিছু না জানিয়েই কি চার হাত এক করলেন? পাত্রী কে? এইসব প্রশ্নই যখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই সময় জল্পনা নিরসন ঘটালেন তিনি।
আরিয়ান সাফ জানালেন, এখনই বিয়ের পিঁড়িতে যাচ্ছেন না তিনি। তার এই সাজ পুরোটাই অভিনয়ের স্বার্থে। এই মুহূর্তে ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সেইখানে একটি দৃশ্যের খাতিরে এরকম সাজ সাজতে হয়েছে তাকে।
ভিডিও বৌমা ধারাবাহিকে আরিয়ানের চরিত্রের নাম আকাশ। সেখানে নায়িকা মাটির সঙ্গে বিয়ের দৃশ্য দেখতে পাবেন দর্শকরা। আরিয়ানকে নিয়ে বরাবরই কৌতুহল রয়েছে দর্শকদের মধ্যে। তার ব্যক্তিগত জীবন জানতে উৎসুক ভক্তরা। তবে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে প্রেম বা বিয়ের দিকে মন দিচ্ছেন না তিনি। বরং এখন চুটিয়ে কাজ করতে চান।