আশা ভোঁসলে সঙ্গীত জগতের এক অনন্য সম্পদ। তার অবদান অনস্বীকার্য। স্বয়ং ভগবান বিরাজ করেন তাঁর গলায়। এবার প্রকাশিত হল তাঁর আত্মজীবনী। দীর্ঘ আট দশকের সুর সফর এবার মলাটবন্দি হল। এই বইয়ের নাম, ‘স্বরস্বামিনী আশা’।
প্রথম দিকে খানিকটা টাকার জন্যই তাঁর গানের দুনিয়াতে আশা। মাত্র ১০ বছর বয়সে শুরু করেছিলেন গান গাওয়া। এরপর ভগবানের আশীর্বাদ ও নিজের দক্ষতায় খ্যাতির শীর্ষে উঠে এসেছেন শিল্পী। তিনি জানিয়েছিলেন, তিনি কারও জন্য নয়, নিজের জন্য গান। কারণ, এটাই তাঁর সুখ।
আশা ভোঁসলের জীবনী প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। এই বই থেকে আশা ভোঁসলের জীবনের অনেক না জানা কথা, অনেক কঠিন সময়ের কথা জানতে পারবেন অনেকে।এদিনের অনুষ্ঠানে ছিলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত, বলিউড অভিনেতা অভিনেতা জ্যাকি শ্রফ এবং গায়ক সোনু নিগম।
বিগত ৮০ বছর ধরে, তাঁর গলা, তাঁর গাওয়া গানকে যেভাবে দর্শকরা সম্মান জানিয়েছে, ভালোবেসেছে তার জন্য শিল্পী কৃতজ্ঞতা স্বীকার করেছেন।বিভিন্ন ভাষায় প্রায় ১২ হাজার গানের ভাণ্ডার তাঁর রয়েছে। ‘পিয়া তু আব তো আজা’ এবং ‘ও হাসিনা জুলফো ওয়ালি’-এর মতো ডান্স নম্বর থেকে ‘দিল চিজ কেয়া হ্যায়’-এর মতো হৃদয়গ্রাহী গজল, ‘তোরা মন দর্পণ কেহলয়ে’-এর মতো শাস্ত্রীয় পরিবেশনা, তিনি উপহার দিয়েছেন।