রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! আশা ভোঁসলের ‘জিনিয়াস’ নাতনিকে চেনেন?

আশা ভোঁসলে সঙ্গীত জগতের এক অনন্য সম্পদ। তার অবদান অনস্বীকার্য। স্বয়ং ভগবান বিরাজ করেন তাঁর গলায়। ঠাকুমার মতোই এমন গুণ সম্পন্না হয়েছেন তাঁর নাতনি জানাই ভোঁসলে।
আশা ভোঁসলের ছেলে ছোট ছেলে আনন্দ ভোঁসলে এবং অনুজা ভোঁসলের কন্যা জানাই। ২০০২ সালে মুম্বইয়ে জন্ম তাঁর। এই ২১ বছরের তরুণী যেমন নাচে পারদর্শী তেমনই তাঁর মুগ্ধ করা গানের গলা। ঠাকুমার মতোই গানকে সে পেশা হিসেবে বেছে নিয়েছে।
বলিউডের তারকা জগতের সঙ্গে ইতিমধ্যেই বেশ মেলামেশা শুরু জানাইয়ের। ঠাকুমার সঙ্গে বিভিন্ন কনসার্টেও গাইতে দেখা গিয়েছে তাঁকে। ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের ব্যান্ড ‘সিক্স প্যাক’-এর সঙ্গে যুক্ত জানাই।
প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের ৯০ তম জন্মদিনে দুবাই ঘুরতে গিয়েছেন তিনি। সেখানে তার সঙ্গে গিয়েছেন জানাইও। সেই দিনের ছবি প্রকাশ করেছেন জানাই। ঠাকুমার সঙ্গে দারুন ভাব তার। প্রায়ই ঠাকুমার সঙ্গে তাঁকে ঘুরতে যেতে, রেস্তোরাঁয় যেতে দেখা যায়।