জীবনের মতই রঙিন কেরিয়ার গ্রাফ! তিনশোর বেশি ছবিতে অভিনয় করে এখন কী করছেন এই খলনায়ক?

Published on:

জীবনের মতই রঙিন কেরিয়ার গ্রাফ! তিনশোর বেশি ছবিতে অভিনয় করে এখন কী করছেন এই খলনায়ক?

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন অভিনেতা আশীষ বিদ্যার্থী। ৬০ বছর বয়সে এসে দ্বিতীয় বিবাহ করেছেন তিনি। এই বিয়ের পরেই আলোচনার শীর্ষে ছিলেন এই অভিনেতা। তার জীবনের মত তার কেরিয়ার গ্রাফও কিন্তু যথেষ্ট রঙিন।

প্রায় এগারোটি ভাষায় ৩০০টির বেশি ছবি করেছেন এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। ১৯৯৩ সালের ভিপি মেননের ‘সর্দার’ ছবিতে ডেবিউ করেন তিনি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দ্রোহকাল। আর এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা।

   
 ⁠

মূলত নেগেটিভ চরিত্রেই থাকে বেশি অভিনয় করতে দেখা গিয়েছে। তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। অভিনয় দক্ষতায় সহজেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন আশীষ বিদ্যার্থী। তবে শুধু বলিউড বা আঞ্চলিক ভাষা নয়। হলিউড ছবিতেও অভিনয় করেছেন অভিনেতা। ২০০০ সালে নাইট ফল ছবিতে তার দাপুটে অভিনয় মন কেড়েছিল দর্শকদের।

  
 ⁠

প্রসঙ্গত,সকলকে চমকে দিয়ে ৬০ বছর বয়সে ফের একবার বিয়ের পিঁড়িতে বসলেন আসিস বিদ্যার্থী।২৫ মে ইন্টিমেট সেরেমনিতে রূপালি বড়ুয়ার গলায় মালা দিলেন তিনি।এর আগে শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশ্রী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশীষ বিদ্যার্থী। তবে সেই সম্পর্ক স্থায়িত্ব বেশিদিন হয়নি।

আশীষ বিদ্যার্থীর দ্বিতীয় স্ত্রী রুপালী ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আসামের মেয়ে তিনি।কলকাতায় একটি আপস্কেল ফ্যাশন স্টোর রয়েছে তাঁর। প্রথমে আইনি মতে বিবাহ সেড়েছেন এই জুটি। এরপর কাছের লোকদের নিয়ে ছোট্ট করে অনুষ্ঠান করেছেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই বিয়ের ছবি।

সাদা এবং সোনালী রঙের দক্ষিণ ভারতীয় পোশাকে সেজেছিলেন আশীষ বিদ্যার্থী। অন্যদিকে সাদা শাড়ির সাথে গোল্ডেন পাড়ের আসামের ট্রেডিশনাল শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন রূপালী।