বিনোদন

দূর নির্জনে আবার হানিমুনে আশীষ-রুপালি! এবার কোথায় গেলেন নব দম্পতি?

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য সমালোচিত হতে হয়েছে প্রচুর। যদিও সেই সমস্ত কথায় পাত্তা না দিয়েই মন দ্বিতীয় ইনিংস উপভোগ করছেন আশীষ বিদ্যার্থী। বিয়ের পর্ব মিটিয়ে এবার স্ত্রী রুপালিকে নিয়ে দ্বিতীয় বার হানিমুনের ছবি দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন সেই ছবি।

একেবারে ছুটির মুডে ধরা দিলেন অভিনেতা ও তাঁর স্ত্রী রূপালী। প্রথমবার সিঙ্গাপুরে হানিমুনের ছবি দিয়েছিলেন আশিস বিদ্যার্থী। ছুটির মাঝে দেখা করছেন পুরনো বন্ধুদের সঙ্গেও।নিজেদের টুকরো টুকরো মুহূর্তের ছবিই তুলে ধরেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। এবার এই দম্পতি গেলেন, ইন্দোনেশিয়ার বালি-তে৷ মনোরম পরিবেশে ছুটি কাটানোর ছবি তাঁরা শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ মনোরম পরিবেশে ও চোখ ধাঁধাঁনো নিসর্গে ফ্রেমবন্দি হয়েছেন আশিস বিদ্যার্থী ও রূপালি বড়ুয়া৷

প্রসঙ্গত,৫৭ বছর বয়সে এসে ফের একবার বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বয়স যে কোন রকম বাধা হয়ে দাঁড়াতে পারে না তা আরো একবার প্রমাণ করেছেন অভিনেতা। বিয়ে করে তিনি জানান, “এই বয়সে এসে রূপালীকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত আমি। দারুণ একটা ফিলিং কাজ করছে মনের মধ্যে”।

অভিনেতা বলেন, “আমার সম্বন্ধে নানা ধরনের অপমানজনক কথা আমি শুনেছি৷ সকলের মন্তব্যের মধ্যে চেনা রীতি হল নিজেদের থেকে বয়োজ্যেষ্ঠ কাউকে অপমান করা৷ এটায় কিন্তু আমরা নিজেদের দিকেও থ্রেট ছুঁড়ে দিচ্ছি৷ কারণ আমরা সকলেই একদিন বুড়ো হব৷”

অভিনেতা প্রশ্ন তোলেন, “এত বাধা বিপত্তির দেওয়াল আসছে কোথা থেকে?বয়স হয়েছে বলে কি জীবনে অসুখি থাকব? অসুখি অবস্থায় মারা যাব? যদি কেউ কারও সঙ্গ বা সখ্য পেতে চান, সেটা তিনি পাবেন না কেন”?

Back to top button