এই বিয়ে টেকার নয়…., অভিষেক-ঐশ্বর্যকে নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এই জ্যোতিষী

Published on:

একসঙ্গে সবাইকে খুশি করা সম্ভব না! বিচ্ছেদের জল্পনার মাঝেই একী বলে বসলেন অভিষেক?

বলিউডের এক নায়িকার জেরেই নাকি অভিষেক-ঐশ্বর্যর অশান্তি চরমে। বলিউডের গুঞ্জন তেমনটাই। ইতিমধ্যেই অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কে যে চিড় ধরেছে সে প্রমাণ মিলেছে একাধিকবার। এবার আরও এক কাহিনী প্রকাশ্যে এল। শোনা গেল, অভিষেক- ঐশ্বর্যর সম্পর্ক যে টিকবে না সেই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি।

জানা যায়, তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি আগেই বলেছিলেন, ঐশ্বর্য-অভিষেকের বিয়ে কোনও দিনই টিকবে না। শুধুমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের জন্য যত দিন পারবেন তাঁরা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। শুধুমাত্র আরাধ্যাই যোগসূত্র হিসেবে কাজ করবে।

   
 ⁠

১৬ বছর সংসার করার পর সম্প্রতি ভাঙন ক্রমেই স্পষ্ট তাঁদের সংসারে। দুই পক্ষই খুলেছে বিয়ের আংটি। আলাদা থাকছেন অনেকদিন আগে থেকেই। তাঁদের মধ্যে যে মসৃণ সম্পর্ক নেই সেই বিষয়টিও সামাজিক অনুষ্ঠানে বারবার প্রকাশ পায়।

  
 ⁠

এদিকে, শোনা যাচ্ছে, অভিষেকের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। এদিকে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, গোপনে নাকি নিমরতের সঙ্গে বাগদান সেরেছেন অভিষেক। যদিও এই তথ্যের কোনও সত্যতা মেলেনি। এছাড়াও এই বিচ্ছেদ বিতর্ক নিয়েও কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউ। এখন সব সময় শিরোনামে বচ্চন বাড়ির অন্দরমহলের টুকিটাকি। সেই বাড়িতে কখন কি হচ্ছে সেদিকেই নজর সকলের।