একদিনে বিপুল আয়! অনবদ্য আবিষ্কারে তাক লাগালেন অটো চালক

Published on:

একদিনে বিপুল আয়! অনবদ্য আবিষ্কারে তাক লাগালেন অটো চালক

পেশায় অটো চালক হলে কী হবে, তার আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বানিয়ে ফেলেছেন একটা গোটা অটো। তাও আবার সৌর চালিত। তাঁর সৌরশক্তি চালিত অটো ছুটছে রাজপথ ধরে।

ভুবনেশ্বরের এক সামান্য অটো চালক শ্রীকান্ত পাত্র। প্রথমে তার বৈদ্যুতিক অটোই ছিল। কিন্তু এই নয়াগড়ের বাসিন্দা ইউটিউব দেখে নিজের ওই বৈদ্যুতিক অটোকে বানিয়ে ফেলেছেন সৌরচালিত অটো।

   
 ⁠

ওই ব্যক্তি জানিয়েছেন, আগে জ্বালানির খরচ বাঁচিয়ে তার দিনই ৩০০/৪০০ টাকা আয় হত। এরপর তিনি বৈদ্যুতিক অটো কেনেন।ব্যাটারি এবং চার্জিং সমস্যা ছিল প্রতিদিনের ঝামেলা। আয় আরও কমেছে। কিন্তু এরপর তাঁর মেয়ে তাঁকে ইউটিউব দেখে এই বুদ্ধি দেয়।

  
 ⁠

ওই ব্যক্তি জানান, “আমার মেয়ে আমাকে ইউটিউবে ভিডিওটি দেখতে বলে, যেখান থেকে উদ্ভাবনের ধারণা পাই। সেই ধারণাকে কাজে লাগিয়ে আমি আমার অটোকে সৌরচালিত অটোতে রূপান্তরিত করেছি।এই অটোরিকশা পরিবেশবান্ধব। পাশাপাশি বেশি আয়ও সম্ভব। সম্পূর্ণ চার্জে চলে ১৪০ কিলোমিটার পর্যন্ত চলে। এখন প্রতিদিন আয় বেড়ে হয়েছে ১৩০০-১৫০০ টাকা”।