আর একটু বড় হও,তারপর….জিনাত আমানের সঙ্গে রাত কাটাতে চেয়েছিলেন অভিষেক

Avatar

Published on:

আর একটু বড় হও,তারপর....জিনাত আমানের সঙ্গে রাত কাটাতে চেয়েছিলেন অভিষেক

বলিউডের শাহেনশাহ তাঁর বাবা। তবে অভিষেক বচ্চনের ঝুলিতেও নেহাত কম হিট ছবি নেই। ছোট থেকেই বাবার সঙ্গে নানান জায়গায় শুটিংয়ে যেতেন তিনি। সেখানে গিয়ে নানান রকমের অভিজ্ঞতাও হত তাঁর। কাণ্ডও ঘটত নানান। এবার ছোটবেলারই তেমন এক ঘটনা ভাগ করে নিলেন অভিনেতা।

ছোট বেলার এই ঘটনা বলতে গিয়ে যদিও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অভিনেতা। তাও মজার ছলে এই গল্প বললেন তিনি। অভিষেক জানান, তাঁর ছোটবেলার ক্রাশ ছিলেন জিনাত আমান। এই কথা বলতে গিয়ে বেশ লজ্জা পান অভিষেক।

   
 ⁠

এরপর বলতে শুরু করেন, মহান’ ছবির শ্যুটিংয়ে বাবার সঙ্গে হিমাচল প্রদেশ গিয়েছিলেন অভিষেক। এরপর রাতে জানতে পারেন তাঁকে একা শুতে হবে। তিনি তখন বেশ ভয় পেয়ে জিনাত আমানকে বলেন, কে কীভাবে কোথায় ঘুমোবে?

  
 ⁠

এরপরেই অভিষেক জিনাত আমানের সঙ্গে শুতে চান। এমনকি অভিনেত্রীকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন। এই শুনে জিনাত আমান মজা করে বলেছিলেন, “তুমি আরও একটু বড় হয়ে যাও, তারপর..”। যদিও পুরো বিষয়টিই হয়েছিল মজার ছলে। আর পড়ে এই কথা বলে ক্ষমাও চেয়েছিলেন অভিষেক।