বাবাকে দেখে বরাবরই সে অভিনেত্রীই হতে চেয়েছে। তাই বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতেই প্রকাশ্যে এলো মেয়ের অভিনেত্রী হওয়ার খবর। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ের সাইনা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ‘অনুরাগের ছোঁয়া’র নতুন সিজনে সোনা-রূপার মধ্যে রূপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
কথা ছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন ‘অনুরাগের ছোঁয়া’র নতুন সিজনে। কিন্তু তার বদল হচ্ছে। অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ের যে অভিনয়ের শখ ছোট থেকেই সেই কথা আগেই জানিয়েছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। এবার সেই শখ পূরণের পালা।
১৪ বছরের সাইনা আগামী বছর মাধ্যমিক দেবে। এই ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই তার লুক সেট হয়ে গিয়েছে। এখন সাইনাকে পর্দায় দেখার অপেক্ষায় সবাই। যদিও এই ধারাবাহিকে অভিনয় নিয়ে এখনই কিছু জানাননি সংযুক্তা।
প্রসঙ্গত, রিয়েলিটি শোর শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে মারা যান অভিষেক চট্টোপাধ্যায়। এরপর থেকে নিজের মেয়ে ও সংসারকে একা হাতেই সামলাচ্ছেন সংযুক্তা দেবী। তিনি বারবারই বলে এসেছেন, শক্ত রয়েছেন তিনি। অভিনেতার স্ত্রীর কথায়, অভিষেক চ্যাটার্জী এখনো তাকে সমস্ত রকম বিষয় গাইড করে দেন আর সেই মতোই চলেন তিনি। এখন তাদের লক্ষ্য তাদের মেয়ে ডলকে মানুষের মত মানুষ করে তোলা।