ওর মনে কিছু একটা চলছিল! সুশান্তের মৃত্যুর এত বছর পর মুখ খুললেন কেদারনাথের পরিচালক

Published on:

কেউ ফিরেও তাকায়নি! কার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন সুশান্তের দিদি?

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আজও রহস্য। কিছু জন বলেন এই অভিনেতাকে একঘরে করে দেয়া হয়েছিল। যার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি আর সেই থেকেই জীবনের চরম সিদ্ধান্ত নেন। কিন্তু মৃত্যুর এত বছর পর তিনি শেষ কী জানিয়েছিলেন কেদারনাথ ছবির পরিচালককে? সেই কথাই এবার জানালেন অভিষেক কাপুর।

২০২০ সালের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। যদিও এখনো রহস্যের নিরসন হয়নি। তবে সুশান্তের প্রেমিকা রিয়ার দিকে তখন আঙুল উঠেছিল। সুশান্তের পরিবার এবং দিদি ও তাকে দায়ী করেছেন এই বিষয়ে। পুলিশের গ্রেফতারের পরেও ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেত্রী।

   
 ⁠

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “আমি লক্ষ্য করেছিলাম। সুশান্তের মনে কিছু একটা চলছিল। যা ওকে ভাবাচ্ছিল। ওকে খুব চিন্তিত লাগত। শুটিং শেষে সবার থেকে দূরে বসে থাকত। জিজ্ঞেস করলে বলত, আমার ভালো লাগছে না কিছু। কিন্তু কখনই মন খুলে কথা বলেননি সুশান্ত”।

  
 ⁠

অভিষেক যোগ করেন, “সুশান্ত এমন একজন মানুষ ছিলেন, যিনি সব সময় সবাইকে অনুপ্রাণিত করতেন। আমার মনে আছে, কেদারনাথ ছবির শুটিংয়ের সময়, সারা আলি খানকে নানা ভাবে সাহায্য করেছিলেন সুশান্ত”।