শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা! এবার সিরিয়ালেও সচেতনতার পাঠ

Avatar

Published on:

শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা! এবার সিরিয়ালেও সচেতনতার পাঠ

আরজি করের ঘটনায় যখন উত্তাল দেশ তখনই শিশুদের শেখানো প্রয়োজন হয়ে পড়েছে গুড টাচ আর ব্যাড টাচ। এবার সিরিয়ালেও শিশুদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। সচেতন করা হচ্ছে সকলকেই। ধারাবাহিকে গল্পের মাধ্যমে এক নতুন বার্তা উঠে এসেছে ‘দ্বিতীয় বসন্ত’-তে, ‘শৈশব থেকে শেখানো হোক প্রতিবাদের ভাষা’।

বাস্তব রূঢ় সত্যকে যেন তুলে ধরা হয়েছে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে। সেখানে দেখানো হচ্ছে, মিহি যে স্কুলে পড়ে, সেই স্কুলেরই পিটি টিচারের লালসার স্বীকার হয় ছোট মিহি। এরপরেই
ছোট্ট মিহির আচরণ বদলে যায়। সারাক্ষণ মেয়ের এই ভয়ে কুঁকড়ে থাকা স্বভাব নাড়া দেয় জাগৃতিকে।

   
 ⁠

এরপরেই জাগৃতি সব বুঝতে পেরে স্কুলের দ্বারস্থ হয়, ওই পিটি টিচারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্কুলের কাছে সে আবেদন করে শিশুদের গুড টাচ আর ব্যাড টাচ শেখানোর জন্য।

  
 ⁠

জাগৃতির বলেন, শৈশব থেকেই প্রতিবাদের ভাষা শেখানো উচিত। ছেলে মেয়ে নির্বিশেষে ছোটবেলা থেকে সকলকে এই বিষয়ে অবগত করা উচিত। বাচ্চারা হোম ওয়ার্ক দেখার পাশাপশি বাচ্চাদের সঙ্গে মিশতে হবে,যাতে তারা খোলাখুলি ভাবে তাদের সমস্যার কথা বলতে পারে।