প্রথমেই সুযোগ বলিউডে! একের পর এক সিরিয়ালেও নজর কেড়েছে এই শিশু শিল্পী, এখন কোথায় সে?

Published on:

শিশু শিল্পীরা এখন এমন ভাবে দাপিয়ে অভিনয় করছে যে তাদের কাজ হার মানাবে বড়দেরকেও। তাঁদের অভিনয় দক্ষতা এতটাই নিপুণ যে সহজেই দর্শকদের মন জয় করছে তারা। তেমনই এক খুদে অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী।

অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জীর যাত্রা শুরু হয় করুণাময়ী রানী রাসমণি সিরিয়াল দিয়েই। সেখানে সারদা মায়ের ছোট বেলার চরিত্রে অভিনয় করে সে।রামকৃষ্ণ-সারদা জুটিকে বেশ মনে ধরেছিল দর্শকদের।

   
 ⁠

এরপর সোজা পাড়ি দেয় বড় পর্দায়। মিনি ছবিতে মিমি চক্রবর্তীর বোনঝির চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তখনও অভিনয় করে তাক লাগিয়েছে সে। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছে দর্শকরা। এছাড়াও বলিউডেও অভিনয় করেছে সে।প্রথমেই কাজের সুযোগ হয় বলিউডের বিখ্যাত অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথে।

  
 ⁠

নতুন যাত্রা শুরু হয় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের হাত ধরে। এই সিরিয়ালে তিনিই নায়িকা। মাত্র ১১ বছরের মেয়ে নায়িকা হয়ে দেখিয়ে দিয়েছেন টিভি ইন্ডাস্ট্রিকে। সিরিয়ালে সুকৃত বসুর সঙ্গে তার জুটি অর্থাৎ কমলা ও মানিকের জুটির প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।