বাংলা ধারাবাহিকে প্রথম মনোকিনি আমিই পড়েছি! ফুলকির নায়িকার পোস্টে ঝাঁঝালো মন্তব্য মিশমির

বাঙালি সিনেমার নায়িকারা শুটিংয়ের দৃশ্যের মনোকিনি কিংবা বিকিনি পড়েন সেটা খুব সাধারণ ব্যাপার কিন্তু বাংলা সিরিয়ালে মনোকিনি পড়াটা এখনো তেমনভাবে প্রচলিত নয়। কিন্তু এবার এই বাংলা সিরিয়ালে বোর্ড লোকে দেখা যাবে ফুলকিন নায়িকাকে। সম্প্রতি নিজের বোল্ড লোকের ছবি দিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
জনপ্রিয় ধারাবাহিক ফুলকি আর খেলনাবাড়ির পরিচিত মুখ আয়েন্দ্রি রায়। খলনায়িকা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লাল মনোকিনি পড়ে ঝড় তুললেন। একই সঙ্গে জানালেন খুব শীঘ্রই অপর একটি সিরিয়ালের তাকে এই বোল্ড লুকে দেখা যাবে। ক্যাপশনে তিনি লেখেন, “নতুন কিছু শুরু করা সবসময়ই ভালো…টেলিভিশনে মনোকিনি উপস্থাপনের পথিকৃৎ। মল্লিকা আসছে আমাদের মনোরঞ্জনের জন্য। দেখতে থাকুন সোহাগ চাঁদ”।
এদিকে তার এই পোস্টে অভিনেত্রী মিশমি রায় কমেন্ট করে জানান আয়েন্দ্রি নন বরং তিনিই বাংলা সিরিয়ালে প্রথম মনোকিনি পড়েছিলেন। তবে আয়েন্দ্রিকে যে দারুণ হট লাগছে সেই প্রশংসাও তিনি করেন। মিশমি কমেন্টে লেখেন, “২০১৬ সাল থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে। স্টার জলসার জীবন জ্যোতি ধারাবাহিক থেকে। তবে তোমাকে দারুণ হট লাগছে”।
এদিকে আয়েন্দ্রির এই ছবি দেখে ভিরমি খেয়েছেন তার ভক্তরা। বোল্ড লুকের এই উষ্ণতা ছড়ানো ছবি ঘুম কেড়েছে অনুরাগীদের।টিভির পর্দায় মনোকিনিতে দেখার জন্য অপেক্ষা করছে তাঁর ভক্তরা।