কী অবস্থা চেহারার! প্লাস্টিক সার্জারি করে ট্রোলের শিকার হতেই একী পদক্ষেপ নিলেন আয়েশা টাকিয়া?

Avatar

Published on:

কী অবস্থা চেহারার! প্লাস্টিক সার্জারি করে ট্রোলের শিকার হতেই একী পদক্ষেপ নিলেন আয়েশা টাকিয়া?

বলিউডে সুন্দর মুখের অধিকারী অভিনেত্রীদের মধ্যে আয়েশা টাকিয়া অন্যতম। তাঁর সৌন্দর্যে পাগল অনুরাগীরা। বহুদিন পর্দায় তাঁকে দেখা না গেলেও জনপ্রিয়তা এতটুকুও কমেনি। কিন্তু এবার এক ছবি আপলোড করে বেজায় বিপাকে পড়লেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন আয়েশা। কিন্তু একী ছবি? নতুন ফটো দেখে ট্রোলের বন্যা। ছবিতে দেখা যাচ্ছে আয়েশা একটা নীল ও সোনালি রঙের শাড়ি পড়েছিলেন৷ গালে ছিল গোলাপি টোনড মেকআপের টাচ৷ চুল ছিল খোলা৷

   
 ⁠

ছবিতে অভিনেত্রীকে এতটাই অদ্ভুত দেখতে লাগছে যে নেটাগরিকরা মন্তব্য করেন, “ইনি কে, চিনতেই তো পারছি না”। এছাড়াও নানান ধরনের কুরুচিকর মন্তব্যেও ভরে যায় নেট দুনিয়া। প্লাস্টিক সার্জারির ফল হিসেবেই রূপের এই পরিবর্তন বলে মনে করছেন অনেকে।

  
 ⁠

এদিকে ট্রোলের পরেই সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছলেন আয়েশা। তবে শুধু ছবি নয় ট্রোলিং-এর মুখোমুখি হয়ে শেষ অবধি তাঁর প্রোফাইলটি মুছে ফেলতে তিনি বাধ্য হন। যদিও অনেকে আবার দাবি করেছেন এই ছবি আয়েশার নয়।