রণবীর-ঋত্বিক নয়! সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে এই অভিনেতাকে

বায়োপিক তৈরি হবে সৌরভ গাঙ্গুলির। তবে তার নাম ভূমিকায় কে অভিনয় করবেন তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা।এই নিয়ে মুখও খুলেছিলেন অভিনেতা রণবীর কাপুর। তবে এবার প্রকাশ্যে এলো আসল অভিনেতার নাম।
সৌরভের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। সৌরভেরও ব্যক্তিগত ভাবে পছন্দ তাঁকে। আবার রিত্তি রোশনের নামও শোনা যাচ্ছিল। অন্যদিকে শোনা যায় সৌরভও নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছেন, চলছে কাজ।
এবার জানা গেলো, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ছবির বেশিরভাগ অংশই শ্যুট হবে লন্ডনে। লর্ডস, নাগপুরেও শ্যুটিং চলবে। সৌরভের বেহালার বাড়ি, জেমস লং সরণির মাঠ কলকাতার এমন একাধিক জায়গায় শ্যুটিং হবে।
এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। এখন মাঠের বাইরে সৌরভ গাঙ্গুলি কেমন? তার পরিবারের কাছ থেকে সেই সমস্ত তথ্য নিচ্ছেন পরিচালক ও প্রযোজক। সৌরভের স্ত্রী ডোনা, মা এমনকি শ্বশুর, শাশুড়ির কাছ থেকেও বিভিন্ন অজানা গল্প সংগ্রহ করছেন প্রযোজকরা। জানা গল্পের থেকে অজানা কাহিনী জানতে মানুষের আগ্রহ অনেক বেশি। বিশেষ করে সৌরভ গাঙ্গুলির মত ব্যক্তি যদি হন তাহলে তো কৌতুহল যেন আরো কয়েক গুণ বেড়ে যায়।