বাতিল ‘বাবলি’র প্রিমিয়ার! ভিডিও বার্তা দিয়ে বিশেষ কারণ জানালেন শুভশ্রী

Avatar

Published on:

বাতিল 'বাবলি'র প্রিমিয়ার! ভিডিও বার্তা দিয়ে বিশেষ কারণ জানালেন শুভশ্রী

আরজি কর কান্ড নিয়ে উত্তাল দেশ। প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে পথে নেমেছে আপামর জনতা। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। পথে নেমেছে হাজারো মানুষ। এরমধ্যেই রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা বড় সিদ্ধান্ত নিল।

স্বাধীনতা দিবসের দিন বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি অবলম্বনে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ছবি। এই ছবি নিয়ে উত্তেজনা আগে থেকেই ছিল দর্শকদের মনে। এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় এই ছবি দেখার হিড়িক বেড়েছে। তবে আরজি কর কাণ্ডে মন ভারাক্রান্ত সকলের। তাই এই পরিস্থিতিতে ছবি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক।

   
 ⁠

গতকাল ছবি মুক্তি পাওয়ার পর আজ এই ছবির প্রিমিয়ার এর কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানই পিছিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এ কথা জানান।

  
 ⁠

ভিডিও ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলি-র তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের স্পেশাল স্ক্রিনিং বন্ধ থাকছে। আমরা ছবির সবরকমের প্রচার থেকেও দূরে থেকেছি। তবুও যাঁরা ছবি দেখতে আসছেন তাঁদের ধন্যবাদ জানাই। টিম ‘বাবলি’ নারী স্বাধীনতা ও মর্যাদার কথা বলে।’ ওই ভিডিওতে তিনি বলেন, ছবির বিশেষ প্রিমিয়ার বাতিল করা হচ্ছে। ছবি প্রেক্ষাগৃহে চলছে, যদি কেউ মনে করে, পছন্দ হয়, তবে যেন ছবিটি তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।