বিনোদন

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে বাদশা, মধ্যরাতে স্কুটি নিয়ে যা করলেন, রইল ভাইরাল ভিডিও

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপনে ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। কোনকালে প্রচারের আলোয় আসতে চান না তিনি। এবার তার সঙ্গে মিললেন বলিউডের অন্য আরও এক গায়ক বাদশা।

অরিজিতের মুর্শিদাবাদের বাড়িতে গেলেন বাদশা। এরপর তাদের রাতের শহরে দেখা গেল স্কুটি নিয়ে ঘুরতে। আর এই পুরো বিষয়টিই ক্যামেরা বন্দী হয়েছে পাপারাৎজিদের। টলিঅনলাইন বলে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও টি শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিতের বাড়ি থেকে বের হচ্ছেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। এরপর বেশ কয়েকটি স্কুটি বেরোলো। যার একটি চালাচ্ছেন অরিজিৎ। অন্য একটি স্কুটিতে বসে রয়েছেন বাদশা। তিনি পরেছেন কালো রঙের টি-শার্ট। এই ভিডিও ভাইরাল হতেই নানান প্রশ্ন জেগেছে দর্শকদের মনে।

তবে সারাক্ষণ ক্যামেরা নিয়ে তাড়া করাটা মোটেই ভালো ভাবে নেননি কোনও কোনও নেটিজেন। একজন তো বলেই বসলেন, “ওদের একটু একা ছেড়ে দিন। রাতদিন ক্যামেরা নিয়ে লোক পিছনে পড়ে থাকলে কারই বা ভালো লাগে। মানছি তারকা। তা বলে এত বাড়াবাড়ি নেওয়া যায় না সবসময়”। কেউ আবার বলেছেন, “আমি উত্তেজিত”। কারোর আবার অনুমান, “এটা তো বড় খবর! দুর্দান্ত কিছু আসবে মনে হচ্ছে”।

Back to top button