শীতের হিমেল হাওয়া গায়ে মেখে উৎসবের শহরে ফের একবার বাঙালি সামিল হবে গানের উৎসবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সঙ্গীত মেলা। কলকাতায় ১১ টি জায়গায় হবে এই সঙ্গীত মেলা।
২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। ১১ টি মঞ্চে এই অনুষ্ঠান হবে। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক, মোহর কুঞ্জ, রাজ্য সংগীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, রবীন্দ্র সদন প্রাঙ্গণে বসবে সংগীত মেলার আসর।
প্রতিবছরই নিয়ম মেনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজন করে এই মেলার। প্রায় ৫ হাজারের বেশি সংগীতশিল্পী, যন্ত্রশিল্পী ও সঞ্চালকরা অংশ নেবেন এই মেলায়।বাংলার খ্যাতনামা বাংলা ব্যান্ড এবং নবীন ব্যান্ডগুলি দেশপ্রিয় পার্কে পারফর্ম করার সুযোগ পাবে।
এছাড়াও রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত-বিষয়ক বই, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকছে। থাকবে খাবারের স্টলও। অন্যান্য বছরের মত এবারেও, শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে সম্মান জানানো হবে উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায় ও কণিকা বন্দ্যোপাধ্যায়কে। তাদের নামের শীর্ষক একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় চলবে দুই থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটা থেকে নটা পর্যন্ত এই প্রদর্শনী ঘুরে দেখা যাবে।।