লাইফস্টাইল

১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ধর্মঘটের জন্য কোন কোন দিন মিলবে না পরিষেবা? রইল তালিকা

ফেস বন্ধু হতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা। ডিসেম্বর মাস থেকে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধর্মঘটের দিনগুলি ঘোষণা করেছে। মূলত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের শুরুর দিক পর্যন্ত ধর্মঘট ডাকা হয়েছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন তারিখে ধর্মঘট পালন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক কর্মীরা এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন।

মূলত তিনটি দাবি নিয়ে এই ধর্মঘটে নেমেছেন কর্মীরা। তাদের প্রথম দাবি, অ্যাওয়ার্ড স্টাফ নেই সব ব্যাংকে। সে কারণে সব ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে অ্যাওয়ার্ড স্টাফ নিয়োগ করতে হবে অতি দ্রুত। তাদের দ্বিতীয় দাবি, ব্যাঙ্কে স্থায়ী চাকরির আউটসোর্সিং বন্ধ করতে হবে। এছাড়াও আউটসোর্সিং সংক্রান্ত বিপি সেটেলমেন্টের বিধান ও লঙ্ঘন বন্ধ করতে হবে।

এই সংগঠনের বিজ্ঞপ্তি অনুযায়ী, PNB, SBI এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক বন্ধ থাকবে ৪ ডিসেম্বর। ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ থাকবে ৫ ডিসেম্বর। কানারা ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ থাকবে ডিসেম্বরের ৬ তারিখে।

অপরদিকে ৭ ডিসেম্বর বন্ধ রাখা হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র বন্ধ থাকবে ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর সমস্ত বেসরকারি ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।

অন্যদিকে জানুয়ারি মাসে ২ তারিখ তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লক্ষদ্বীপে সমস্ত ব্যাঙ্কের কর্মচারীরা ধর্মঘটে থাকবে। ৩, জানুয়ারি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, দাদর, দমন এবং দিউ-এর সমস্ত ব্যাঙ্কে ধর্মঘট হবে।

৪ জানুয়ারি বন্ধ রাখা হবে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে সমস্ত ব্যাঙ্ক। ৫ জানুয়ারি – দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের সমস্ত ব্যাঙ্কে কর্মচারীদের ধর্মঘট হবে।

৬ জানুয়ারি হবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং সিকিমের সমস্ত ব্যাঙ্কের ধর্মঘট। একইসঙ্গে ১৯ এবং ২০ জানুয়ারি – এই দুটি তারিখে, সারা দেশে সমস্ত ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটে থাকবেন।

Back to top button