বাড়িতে তুলসী চারা লাগিয়েছেন? গাছ লাগানোর সঠিক নিয়ম না জানলে কিন্তু হতে পারে হিতে বিপরীত

Published on:

বাড়িতে তুলসী চারা লাগিয়েছেন? গাছ লাগানোর সঠিক নিয়ম না জানলে কিন্তু হতে পারে হিতে বিপরীত

বাড়িতে তুলসী গাছ লাগানোকে শুভ বলে মানা হয়। আমাদের হিন্দুদের সকলের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। সন্ধ্যায় এবং দুপুরের সেখানে জল ফুল ধূপ দেখিয়ে পুজো করা হয়। কিন্তু বাড়ির ঠিক কোন দিকে কবে তুলসী গাছ লাগালে উপকার হবে সেই বিষয়ে অনেকেই জানেন না।

ভেষজ গুণের পাশাপাশি বাস্তুশাস্ত্র ও তুলসীর গুনাগুন যথেষ্ট। কিন্তু বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলে বিপরীত হতে পারে। বাড়ির এক বিশেষ দিকে তুলসী ছাড়া বসালে যেমন প্রতিপত্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনি সুখ নেমে আসবে সংসারে।

   
 ⁠

শাস্ত্রমতে বাড়ির উত্তর দিকে সবসময় তুলসী চারা বসানো উচিত। কিন্তু উত্তর দিকে যদি কোন ভাবে তুলসী চারা বসানোর জায়গা না থাকে তবে সেক্ষেত্রে উত্তর-পূর্ব দিক বা পূর্ব দিকে এই গাছ বসানো যেতে পারে। এছাড়াও তুলসি গাছ বসানোর জন্য নির্দিষ্ট সময় রয়েছে। বছরে যখন তখন তুলসী গাছ বসানো যায় না।

  
 ⁠

শাস্ত্রমতে বলে, কার্তিক মাসে তুলসি গাছ বসানো সবচেয়ে শুভ। এছাড়াও চৈত্র মাসের নবরাত্রিতে তুলসী গাছ বসানো যেতে পারে। বৃহস্পতিবার লক্ষীবার তাই ওইদিন তুলসি গাছ বসানোর জন্য শুভ বলে মনে করা হয়। কিন্তু ভুলেও কখনো একাদশী, রবিবার কিংবা গ্রহণের সময় তুলসী গাছ বসাবেন না।