চলতি বছর এপ্রিল মাসেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বয়স ও রোগের ভারে ন্যুব্জ শরীর। কিন্তু তাও ফিরলেন শুটিং ফ্লোরে। অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে দুর্বলতা কাটেনি।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাঁর অবস্থা ছিল সংকটজনক। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত তিনি। তার উপরে কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্টের রোগও রয়েছে।
এরপর খানিকটা সুস্থ হতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বাড়ি ফেরার সময় বিল মিটিয়েছিলেন অভিনেত্রীর গাড়ির চালক। তাঁর জন্য আর্থিক সাহায্য চেয়ে ফেসবুক পোস্ট করেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।টানা ২৪ দিন দমদমের এক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন অভিনেত্রী।
একটা লম্বা সময় হাসপাতালে কাটানোর পর ‘গীতা এলএলবি’ সিরিয়ালের সেটে ফিরেছেন তিনি। নিয়মিত দমদম থেকে সোনারপুরে যাতায়াত করে শুটিং ফ্লোরে পৌঁছে যাচ্ছেন। তাঁকে সেটে দেখে আনন্দে আপ্লুত সহ শিল্পী-কলাকুশলীরা।
বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, অভিনয়েই টানেই ক্যামেরার সামনে চলে আসেন তিনি। শুটিংয়ে থাকলেই তাঁর মেজাজটা ভালো থাকে। শরীরও থাকে ফুরফুরে। শরীর একাধিক রোগে কাবু হলেও কিন্তু অভিনেত্রীর মনের জোরই সম্বল। বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫ বছর। শুধু বাংলা সিরিয়াল নয়, সিনেমার পর্দাতেও কাজ করেছেন তিনি। তাঁর দুই ছেলে মেয়ে, পুত্রবধূ ও জামাই রয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পেটের ক্যান্সারে ভুগছেন তিনি। এমনকি পেসমেকারও বসানো হয়েছিল তাঁর। কিডনিও আর কাজ করছে না। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতিও ভালো নয়, খুবই খারাপ।
এদিকে বাড়ি ফিরেই আবার শুটিং ফ্লোরে ফিরতে চেয়েছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন, পায়ে বিশেষ জোর এখনও পাচ্ছে না। বাড়িতে হাঁটাচলা করতে একটু সমস্যা হচ্ছে। ‘সেরে উঠলেই আবার ফ্লোরে ফিরব’। এবার খানিকটা সুস্থ হয়েই ফ্লোরে ফিরলেন তিনি।