ঘরের জানলার সামনে রাখবেন না এই সকল জিনিস, অজান্তে সংসারে ডেকে আনছেন বিপদ! আজই সরিয়ে ফেলুন

বাড়ির কোন জায়গায় কি রাখবেন, কোথায় কোন জিনিসটা রাখলে জীবনে উন্নতি হয়, তার ভালো মন্দ সমস্ত কিছু যে বিষয়ে আমরা পাই তাই হলো বাস্তু শাস্ত্র। বাস্তু মতে আপনি বাড়ি সাজালে জীবনে কখনো দুঃখের সম্মুখীন হবেন না। তাই মেনে চলুন এই বিষয়গুলো।
যে কোনো বাড়ির ঘরের দরজা এবং জানলা সেই বাড়ির উপর বিশেষ প্রভাব রাখে। এগুলির জন্য অনেক পরিবর্তন হয়ে যায়। তাই আপনার ঘরের জানলা দিয়ে ঘরে যে আলো এবং বিশুদ্ধ বাতাস আসে তা সেই ঘরে বসবাস করলে তা জীবনে পজিটিভ এনার্জি সঞ্চার করে। যে কারণে অনেক জিনিস জানালার কাছে বা সামনে রাখা নিষিদ্ধ। এই জিনিসগুলি আমাদের জীবনে অনেক সময়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যে কারণে জানালার কাছে কিছু রাখার আগে এই সকল বাস্তুর নিয়ম জেনে নেওয়া উচিত। যে কোনো বাড়িতেই বিভিন্ন বৈদ্যুতিন বস্তু থাকে সেই জিনিসগুলোর তার সবসময় বাড়ির জানলা থেকে দূরে থাকা উচিত। যদি ডিস বা অ্যান্টেনা বাড়ির জানলার বাইরে থাকে তাহলে তা সরিয়ে ফেলুন। এগুলি থাকলে জীবন জটিল হয়ে ওঠে। ওই তারগুলির মতো জট পেকে যায়।
এর একটি মত অনুযায়ী বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কখনও জানলা থাকা উচিত নয়। তাই চেষ্টা করুন উত্তর, উত্তর পূর্ব দিকে বড়ো জানালা রাখার। উত্তর দিকে জানালা রাখলে সেদিকে শুভ শক্তি প্রবেশ ঘটে। পশ্চিমে জানলা থাকলে সেদিকে নেতিবাচক শক্তি প্রবেশ করার সম্ভাবনা থাকে।
প্রত্যেক জানালা দরজায় কব্জা থাকে, সেগুলিতে নিয়মিত তেল দেওয়া উচিত। শব্দ হলে বা ঘষা খেলে সংসারে খারাপ প্রভাব পড়বে। এমনটা হলে তাড়াতাড়ি সারাই করে নিন। এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। আর জানলার কাছে বিছানা বা খাট রাখবেন না এতে স্বামী ও স্ত্রীর সম্পর্কে নানান বাধা আসে।