লাইফস্টাইল

সম্পদের পরিমান বাড়াতে বাড়ির এই স্থানে রাখুন কিছু টাকা, জানুন বিস্তারিত

বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চান তাহলে সংসারে শ্রী ও সমৃদ্ধি বজায় রাখার উপায় বলা আছে। বাস্তুশাস্ত্র মতে গৃহের উত্তর-পূর্ব কোণ অত্যন্ত পবিত্র স্থান তাই এই জায়গায় স্বয়ং ঈশ্বর বাস করেন বলে মনে করা হয়। তাইই জন্য বাড়ির উত্তর-পূর্ব দিককে সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন ভাবে রাখুন। এই জায়গা নোংরা করে রাখলে, গোটা সংসারের উপর এর অশুভ ছায়া পড়বে।

এছাড়া ধনলাভের উপায় হিসেবে বাস্তু অনুসারে যে বাড়ির উত্তর-পূর্ব দিকে একটি তাকের উপর লাল কাপড়ে মুড়ে অথবা একটি কাঠের বাক্সে কিছু টাকা রাখুন। এই জায়গায় অর্থ রাখলে আপনার অর্থভাগ্যকে চুম্বকের মতো আকর্ষণ করবে। মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। সংসারে সুখ ও সমৃদ্ধির সঞ্চার হবে।

এছাড়াও হিন্দুধর্ম অনুসারে মা লক্ষ্মী সম্পদের দেবতা। তাঁকে তুষ্ট করলেও সম্পদ লাভ হয়। বাস্তু অনুসারে মনে করা হয় যে উত্তর-পূর্ব দিকেই বাস করেন সম্পদের দেবতা কুবের। সেই কারণে বাড়ির উত্তর-পূর্ব দিকে একটি কুবের যন্ত্র রাখা অত্যন্ত শুভ। এর ফলে আপনার অর্থলাভ হবে।

Back to top button