স্লট পরিবর্তনেই টিআরপিতে ধস! মুখ থুবড়ে পড়ল নিম ফুলের মধু

Published on:

প্রথম সপ্তাহেই চমক পরিণীতার! আরও নীচে নামল নিম ফুলের মধু

চলতি সপ্তাহে টিআরপির সাপ্তাহিক ফল থেকে দেখা গেল, স্লট বদলের প্রভাব পড়েছে বেশ ভালোভাবে। লাগাতার এক নম্বরের স্থান ধরে থাকা নিম ফুলের মধু নেমে এসেছে চার নম্বরে। স্লট পরিবর্তনের কারণে বাংলা সিরিয়ালের দর্শকরা বেশ অসন্তুষ্ট চ্যানেলের সিদ্ধান্ত নিয়ে।

বৃহস্পতিবারের রিপোর্ট কার্ড প্রকাশ্যে আসতেই হতাশ ভক্তরা। টিআরপি তালিকায় নীচে নেমেছে নিম ফুলের মধু। স্লট বদলে যেতেই টিআরপির এই পতন বলে মনে করা হচ্ছে। এদিকে সেরার তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ফুলকি।

   
 ⁠

এবারে বেঙ্গল টপার ‘ফুলকি’ । এই মেগা পেয়েছে ৭.৭। দ্বিতীয় স্থানে গীতা এল জগদ্ধাত্রী তাদের ঝুলিতে ৭.০। এই সপ্তাহে তৃতীয় গীতা এল এল বি। এই মেগার প্রাপ্তি ৬.৭। ৬.৬ নম্বর পেয়ে চতুর্থ স্থান পেল, নিম ফুলের মধু ও কথা ।

  
 ⁠

পঞ্চমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে পেয়েছে ৬.৪। ষষ্ঠ হয়েছে উড়ান (৬.১)। সপ্তম স্থানে আছে রোশনাই, আনন্দী (৫.৮)। অষ্টম হয়েছে শুভ বিবাহ (৫.৭)। নবম স্থানে তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল (৫.২)। দশম স্থান পেল ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)।