জগদ্ধাত্রীকেও পেছনে ফেলে দিল এই ধারাবাহিক! টিআরপি তালিকায় একলাফে উঠে এল প্রথমে

Published on:

সব হিসেবে বদল! ফুলকি-জগদ্ধাত্রীর বিরাট পতন, এগিয়ে এল কে?

আইপিএলের চক্করে কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী টিআরপির নম্বর। কিন্তু তার মধ্যেই নম্বরের খেলায় বড় বদল এই সপ্তাহে। তালিকায় হেরফের হলেও নম্বরের পরিমাণ কমলো। চমকে দেওয়ার মতোই তালিকা এবার সামনে এলো। জগদ্ধার্থীর পতন দেখে হতাশ দর্শকরাও।

প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিকগুলোর চড়াই-উৎরাই বেশ চোখে পড়ার মতো। এবারের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে। সিরিয়াল গুলোতে কাহানিমে টুইস্ট তাদের টিআরপির স্থান রাতারাতি বদলে দিচ্ছে। আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা।

   
 ⁠

এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এল কথা। বাজিমাত করে তারা পেয়েছে, ৬.১। এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে গীতা এল এল বি (৬.০)। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি (৫.৯), চতুর্থ হয়েছে নিম ফুলের মধু। মোট নম্বর ৫.৭পেয়েছে তারা।পঞ্চমে আছে কোন গোপনে জগদ্ধাত্রী পেয়েছে ৫.৪।

  
 ⁠

অন্যদিকে, ষষ্ঠস্থানে ৪.৯ পেয়ে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। সপ্তমে বধূয়া ৪.৭ পেয়েছে তারা। অষ্টম স্থানে আছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক পেয়েছে ৪.৬ পয়েন্ট। নবম স্থানে ৪.৪পেয়ে রয়েছে রোশনাই। আর দশম স্থানে জল থই থই ভালোবাসা ৪.২ পয়েন্ট পেয়েছে।