জোর টক্কর জগদ্ধাত্রী-অনুরাগের ছোঁয়ার! TRP-এর লড়াইয়ে এবার এগিয়ে কে?

দিনে দিনে দারুন জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী ধারাবাহিক। লাগাতার টিআরপি তালিকায় শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছিল তাঁরা। কিন্তু গত সপ্তাহে ছন্দপতন হয়েছিল। হঠাৎ টিআরপি তালিকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছিল এই ধারাবাহিক। তবে এবার আবার প্রথম স্থান না পেলেও খানিকটা উপরের দিকে উঠে এল।
আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা। সামনে এলো এ সপ্তাহের নতুন টিআরপির তালিকা।এই সপ্তাহে আবারও বদলে গেল হিসেব। ফের এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এল অনুরাগের ছোঁয়া।এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। তারা পেয়েছে ৮.৪ । তৃতীয় স্থানে রয়েছে, ফুলকি। তাঁরা এই সপ্তাহে পেল ৭.৯। এদিকে চতুর্থস্থানে নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর ৭.৭, পঞ্চমস্থানে রাঙা বউ প্রাপ্ত নম্বর ৬.৮।
অন্যদিকে, ষষ্ঠস্থানে সন্ধ্যাতারা। তাদের প্রাপ্ত নম্বর ৬.৭, সপ্তম স্থানে আছে কার কাছে কই মনের কথা। প্রাপ্ত নম্বর ৬.৬। অষ্টমস্থানে খেলনা বাড়ি, তারা পেয়েছে ৬.৫। নবমস্থানে লাভ বিয়ে আজকাল, প্রাপ্ত নম্বর ৬.৪। দশমস্থানে হরগৌরী পাইস হোটেল, প্রাপ্ত নম্বর ৬.৩।
জগদ্ধাত্রীর এতগুলো রূপ প্রকাশ্যে আসার পর দর্শকের আগ্রহ বেড়েছে অনেকটাই। ক্রমেই দর্শকদের মনের কাছাকাছি হয়ে উঠছে এই ধারাবাহিক। জগদ্ধাত্রী ফের উপরের দিকে উঠে আসায় খুশি দর্শক থেকে শুরু করে এই ধারাবাহিকের কলা কুশলীরাও। এদিকে, কার কাছে কই মনের কথা ধারাবাহিক এখন জমজমাট হয়ে চলছে। প্রথম দশে তাদের দেখাও মিলেছে তাদের। তবে এখন দেখার এই নতুন ধারাবাহিক আরও কতটা জায়গা করতে পারে দর্শকদের মনে।