টিআরপি তালিকায় প্রথম তিনে বড় চমক! কতটা সফল পর্ণা?

Published on:

টিআরপি তালিকায় বড় চমক! ফুলকিকে এক ধাক্কায় নীচে নামিয়ে টপার হল এই ধারাবাহিক

আইপিএলের চক্করে কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী টিআরপির নম্বর। কিন্তু তার মধ্যেই নম্বরের খেলায় বড় বদল এই সপ্তাহে। এই সপ্তাহে টিআরপি তালিকায় হেরফের হলেও নম্বরের পরিমাণ বেড়েছে। চমকে দেওয়ার মতোই তালিকা এবার সামনে এলো। এদিকে জগদ্ধার্থীর পতন দেখে হতাশ দর্শকরাও।

প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিকগুলোর চড়াই-উৎরাই বেশ চোখে পড়ার মতো। এবারের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে। সিরিয়াল গুলোতে কাহানিমে টুইস্ট তাদের টিআরপির স্থান রাতারাতি বদলে দিচ্ছে। আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা।

   
 ⁠

এই সপ্তাহে ফের প্রথম স্থানে উঠে এল নিম ফুলের মধু। বাজিমাত করে তারা পেয়েছে, ৬.৯। এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ফুলকি (৬.৫)। তৃতীয় স্থানে রয়েছে কথা (৬.৩), চতুর্থ হয়েছে গীতা এল এল বি এবং কোন গোপনে মন ভেসেছে। মোট নম্বর ৬.২ পেয়েছে তারা।পঞ্চমে আছে জগদ্ধাত্রী পেয়েছে ৫.৯।

  
 ⁠

অন্যদিকে, ষষ্ঠস্থানে ৫.৩ পেয়ে রয়েছে অনুরাগের ছোঁয়া। সপ্তমে বধূয়া ৫.২ পেয়েছে তারা। অষ্টম স্থানে আছে জল থই থই ভালোবাসা। এই ধারাবাহিক পেয়েছে ৪.৮ পয়েন্ট। নবম স্থানে ৪.৫ পেয়ে রয়েছে রোশনাই। আর দশম স্থানে আলোর কোলে ৪.৪ পয়েন্ট পেয়েছে।