প্রথম স্থান থেকে ছিটকে গেল অনুরাগের ছোঁয়া! এবারে টিআরপি তালিকায় বেঙ্গল টপার কে? রইল তালিকা

টিআরপির খেলায় বড় বদল। প্রথম স্থান ধরে রাখতে পারল না অনুরাগের ছোঁয়া। তাকে টেক্কা দিয়ে উপরে উঠে এল জগদ্ধাত্রী। ধারাবাহিকের চড়াই-উৎরাই বেশ চোখে পড়ার মতো। সিরিয়াল গুলোতে কাহানি মে টুইস্ট তাদের টিআরপির স্থান রাতারাতি বদলে দিচ্ছে।
আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা। সামনে এলো এ সপ্তাহের নতুন টিআরপির তালিকা।এই সপ্তাহে আবারও বদলে গেল হিসেব। ফের এই সপ্তাহে প্রথম স্থানে উঠে এল জগদ্ধাত্রী। বাজিমাত করে তারা পেয়েছে, ৬.৭। এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে নিম ফুলের মধু (৬.৫)। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, চতুর্থ হয়েছে কার কাছে কই মনের কথা (৬.৩)। অনুরাগের ছোঁয়া রয়েছে পঞ্চম স্থানে (৬.২)।
অন্যদিকে, ষষ্ঠস্থানে রয়েছে লাভ বিয়ে আজকাল। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। সপ্তমে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক রাঙা বউ, সন্ধ্যাতারা ও তুঁতে। চলতি সপ্তাহে এই তিনটি সিরিয়ালের মোট নম্বর ৫.৩। অষ্টম স্থানে আছে ৫.১ পয়েন্ট নিয়ে যৌথভাবে রয়েছে ইচ্ছে পুতুল ও হরগৌরী পাইস হোটেল। নবমস্থানে ৫.০ পয়েন্ট নিয়ে রয়েছে নতুন ধারাবাহিক তোমাদের রানী। আর দশম স্থান পেয়েছে বাংলা মিডিয়াম।
নানান রকম নতুন নতুন মোড় এনে সিরিয়াল গুলিতে এখন টুইস্ট দেওয়ার পাল্লা চলছে। কে কত ভালো চমক দিতে পারে তাই নিয়ে চলছে জোড় লড়াই। ইতিমধ্যে ফুলকি এবং জগদ্ধাত্রী মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর চলছে। তবে এই সব কিছুর মাঝে এই সপ্তাহে আর নিজেদের জায়গা ধরে রাখতে পারল না অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় আবার এক নম্বরে নিজেদের স্থান দখল করল জগদ্ধাত্রী।