আরজি কর কাণ্ডের জের! হুড়মুড়িয়ে কমল টিআরপি, এবারে কে টপার হল?

Avatar

Published on:

ব্যাপক ধস টিআরপির বাজারে! এই সপ্তাহে এগিয়ে গেল কে?

বৃহস্পতিবার মানেই কে কাকে টেক্কা দিয়ে ১ নম্বর স্থান দখল করবে তার লড়াই। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। তবে এই সপ্তাহে জি বাংলার জন্য মোটেই সুখকর হল না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চমকে দেওয়ার মতোই তালিকা এবার সামনে এলো।

দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে পড়ছে একের পর এক ধারাবাহিক। তাই এই সপ্তাহে গোলমেলে টিআরপির হিসেব। কেউ কারোর জায়গা একচুলও ছাড়তে নারাজ। এদিকে জি বাংলার যেমন অনেক ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। এই সপ্তাহে সামান্য বদল এসেছে তালিকায়।

   
 ⁠

ফের এই সপ্তাহে এক নম্বরে উঠে এল গীতা এল এল বি। এই সপ্তাহে কথা পেয়েছে, ৭.৫। এই সপ্তাহে দেখা গেল দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে কথা (৭.৩)। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি (৭.১), চতুর্থ হয়েছে উড়ান । মোট নম্বর ৬.৯ পেয়েছে তারা।পঞ্চমে আছে নিম ফুলের মধু, এরা পেয়েছে ৬.৪।

  
 ⁠

অন্যদিকে, ষষ্ঠস্থানে ৬.৩ পেয়ে রয়েছে জগদ্ধাত্রী, সপ্তমে রোশনাই, কোন গোপনে মন ভেসেছে, পেয়েছে ৬.১ তারা। অষ্টম স্থানে আছে শুভ বিবাহ। এই ধারাবাহিক পেয়েছে ৬.০ পয়েন্ট। নবম স্থানে বধূয়া, ৫.৪পেয়েছে । আর দশম স্থানে ডায়মন্ড দিদি জিন্দাবাদ, অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল। ৫.৩ পয়েন্ট পেয়েছে এরা।

প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিকগুলোর চড়াই-উৎরাই বেশ চোখে পড়ার মতো। এবারের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে। সিরিয়াল গুলোতে কাহানিমে টুইস্ট তাদের টিআরপির স্থান রাতারাতি বদলে দিচ্ছে। আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা।