আবার শীর্ষে পরিণীতা! আর কে কোথায় টিআরপি তালিকায়?

Published on:

আবার শীর্ষে পরিণীতা! আর কে কোথায় টিআরপি তালিকায়?

এবারও বেঙ্গল টপার হয়েছে উদয়ের ধারাবাহিক।প্রথম থেকেই কামাল দেখাচ্ছে পরিণীতা। বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকার শীর্ষে উদয় প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক। টিআরপি তালিকায় এবার বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছে অপর দুই ধারাবাহিক।

বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। নতুন বছরে আজ সামনে এসেছে বাংলা টেলিভিশনের গত সপ্তাহের মার্কশিট। কে কাকে টেক্কা দিয়ে ১ নম্বর স্থান দখল করবে তার লড়াই চলছে জোর কদমে।

   
 ⁠

বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চমকে দেওয়ার মতোই তালিকা এবার সামনে এলো।

  
 ⁠

দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে পড়ছে একের পর এক ধারাবাহিক। তাই এই সপ্তাহে গোলমেলে টিআরপির হিসেব। কেউ কারোর জায়গা একচুলও ছাড়তে নারাজ। এদিকে জি বাংলার যেমন অনেক ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। এই সপ্তাহে সামান্য বদল এসেছে তালিকায়।

এবারে বেঙ্গল টপার পরিণীতা। এই মেগা পেয়েছে ৭.০। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, ফুলকি । তাদের ঝুলিতে ৬.৯। এই সপ্তাহে তৃতীয় রাঙামতি তীরন্দাজ পেয়েছে ৬.৬। চতুর্থ স্থানে পরশুরাম আজকের নায়ক, প্রাপ্তি ৬.৪। পঞ্চমে রয়েছে কথা , চিরদিনই তুমি যে আমার,(৬.০)। । ষষ্ঠ স্থানে আছে ‘গৃহপ্রবেশ পেয়েছে ৫.৭। সপ্তমে আছে, গীতা এলএলবি’ ও ‘চিরসখা’, কোন গোপনে মন ভেসেছে। তারা যৌথভাবে পেয়েছে ৫.৪। অন্যদিকে অষ্টমে আছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই- এর প্রথম ১৫ মিনিট (৪৫ মিনিটের স্লটে প্রাপ্ত নম্বর ৫.০)। পেয়েছে, ৫.৪। নবম স্থানে আছে মিত্তির বাড়ি। মেগার প্রাপ্ত নম্বর ৪.৭। দুগ্গামনি ও বাঘমামা রয়েছে দশমে। তাদের প্রাপ্তি ৩.৭।